Advertisment

কোটি কোটি ভারতীয়'র ব্যক্তিগত তথ্য চুরি, জালে 'মাস্টারমাইন্ড', বিরাট সাফল্য পুলিশের

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর ডেটা ব্যাঙ্ক থেকে ৮১ কোটি ভারতীয়দের ডেটা ফাঁসের ঘটনায় গ্রেফতার চার।

author-image
IE Bangla Web Desk
New Update
Dark web, delhi police, delhi police cyber unit, personal details, crime news, crime news today in hindi, crime in hindi, Delhi NCR News in Hindi, Latest Delhi NCR News

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর ডেটা ব্যাঙ্ক থেকে ৮১ কোটি ভারতীয়দের ডেটা ফাঁসের ঘটনায় তিন রাজ্য থেকে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

ভারতীয়দের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর ডেটা ব্যাঙ্ক থেকে ফাঁস হওয়া সংবেদনশীল ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করার অভিযোগ রয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ৩টি ভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর ডেটা ব্যাঙ্ক থেকে ডেটা ফাঁস করেছিল এবং ডার্ক ওয়েবে বিক্রির জন্য রেখেছিল।

Advertisment

আরও পড়ুন : < Premium: ‘চিকিৎসা জাদুঘর’, যুগান্তকারী সৃষ্টির অভাবনীয় নজির গড়ার পথে বিলেত ফেরত প্রবীণ চিকিৎসক >

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর ডেটা ব্যাঙ্ক থেকে ৮১ কোটি ভারতীয়দের ডেটা ফাঁসের ঘটনায় তিন রাজ্য থেকে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি প্রায় ২ মাস আগে এই ডেটা ফাঁস এবং ডার্ক ওয়েবে বিক্রি হওয়ার বিষয়ে জানতে পারে। অভিযুক্তরা আরও দাবি করেছে যে তারা মার্কিন তদন্তকারী সংস্থা, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং পাকিস্তানের কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) থেকে তথ্য চুরি করেছে।

আরও পড়ুন : < গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম, জারি চুড়ান্ত সতর্কতা >

দিল্লি পুলিশ ডেটা ফাঁসের মামলাটি স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে। এরপর গত সপ্তাহে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন ওড়িশার, যার বি.টেক ডিগ্রি রয়েছে। দু' জন হরিয়ানার,এবং একজন ঝাঁসির বাসিন্দা। চারজনকেই দিল্লির আদালতে হাজির করা হয়। যেখান থেকে চারজনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন যে দিল্লি পুলিশের সাইবার ইউনিট ভারতীয়দের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করার জন্য ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রায় ১০ দিন আগে তাদের গ্রেফতার করা হয়।

Data Leak
Advertisment