'দারুণ কাজ করছে ভারতের ভ্যাকসিন, তবে ঝুঁকি রয়েছে', মত আইসিএমআর বিজ্ঞানীর

এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে তা থেকে এটা স্পষ্ট হয়ে যে ভারতে তৈরি এই ভ্যাকসিন সুরক্ষিত এবং কার্যকরী, জানিয়েছে আইসিএমআর-এর বর্ষীয়াণ বিজ্ঞানী রজনী কান্ত।

এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে তা থেকে এটা স্পষ্ট হয়ে যে ভারতে তৈরি এই ভ্যাকসিন সুরক্ষিত এবং কার্যকরী, জানিয়েছে আইসিএমআর-এর বর্ষীয়াণ বিজ্ঞানী রজনী কান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর সঙ্গে একযোগে কোভ্যাক্সিন তৈরির কাজ করছে ভারত বায়োটেক সংস্থা। এই মুহুর্তে শেষ ধাপের ভ্যাকসিন ট্রায়াল চলছে। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে তা থেকে এটা স্পষ্ট হয়ে যে ভারতে তৈরি এই ভ্যাকসিন সুরক্ষিত এবং কার্যকরী, সংবাদসংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে আইসিএমআর-এর বর্ষীয়াণ বিজ্ঞানী রজনী কান্ত।

Advertisment

বৃহস্পতিবার নিউ দিল্লিতে রিসার্চ বডির বৈঠকে রজনী কান্ত বলেন, "এই ভ্যাকসিনটি ভাল কার্যকারীতা দেখিয়েছে। মনে করা হচ্ছে আগামী বছরের শুরু দিকে ফেব্রুয়ারি কিংবা মার্চে উপলব্ধ হতে পারে।" উল্লেখ্য, বিজ্ঞানী রজনী কান্ত দেশের কোভিড টাস্ক ফোর্সেরও সদস্য।

কোভ্যাক্সিনের বিষয়ে ভারত বায়োটেকের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। এদিকে, গত ২৪ ঘন্টায় দেশে ফের বৃদ্ধি পেয়ছে করোনা ভাইরাস। বেড়েছে মৃত্যুও। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজার ২০১।

আরও পড়ুন, করোনা সংক্রমণ রুখতে জীবাণুনাশক বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

Advertisment

আইসিএমআর এর গবেষণা পরিচালনা, নীতি, পরিকল্পনা এবং সমন্বয় সেলের প্রধান কান্ত বলেন, তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার আগেই কোভ্যাক্সিন টিকা মানুষকে দেওয়া যাবে কি না তা স্বাস্থ্য মন্ত্রকের বিবেচনাধীন। তিনি বলেন, "প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে বেশ ভাল কাজ করেছে এই ভ্যাকসিন। সুরক্ষিতও। তবে নিরাপত্তার দিক থেকে দেখলে তৃতীয় পর্যায় শেষ না হওয়া পর্যন্ত ১০০ শতাংশ নিশ্চিত হওয়া যাবে না। কিছুটা ঝুঁকি থাকতে পারে, আপনি যদি ঝুঁকি নিতে প্রস্তুত হন তবে আপনি ভ্যাকসিন নিতে পারেন। প্রয়োজনে সরকার জরুরি পরিস্থিতিতে এই ভ্যাকসিন দেওয়ার কথা ভাবতে পারে। ”

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19