Reopening of School: প্রাথমিক স্কুল খুলুক। বাচ্চারা নিজেরাই বেশি ভালো করোনাকে প্রতিরোধ করতে পারবে। কেন্দ্রকে এমন সুপারিশ পাঠিয়েছে আইসিএমআর। সম্প্রতি সরকারি এই সংস্থা জাতীয় সেরো-সার্ভে সমীক্ষা চালিয়েছে। জুন-জুলাই জুড়ে চালানো হয়েছে এই সমীক্ষা। দেখা গিয়েছে, দেশের এখনও এক-তৃতীয়াংশ মানুষের শরীরে করোনা অ্যান্টিবডি তৈরি হয়নি। অর্থাৎ দেশের ৪০ কোটি মানুষ এখন সংক্রমণ প্রবণ। কেন্দ্র বলেছে, মোট জনসংখ্যার ৬৭.৬% মানুষের দেহে করোনা অ্যান্টিবডি তৈরি হয়েছে। এঁদের বয়স ৬ বছরের ঊর্ধ্বে। স্বাস্থ্যকর্মীদের ৮৫%-এর দেহে তৈরি হয়েছিল কোভিড অ্যান্টিবডি, যেখানে এক-দশমাংশ আবার টিকাকরণের বাইরে ছিলেন।
এদিকে এদিন সংসদে ব্যবহারযোগ্য আগামি চারটি টিকার হিউম্যান ট্রায়াল নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, ‘ক্যাডিলার ডিএনএ নির্ভর টিকা তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালে রয়েছে।বায়োলজিক্যাল-ই’র টিকা তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালে রয়েছে। ভারত বায়োটেকের ইন্ট্রা-ন্যাজাল টিকাও তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালে আছে।‘ পাশাপাশি জেনোভার এম-আরএনএ টিকা প্রথম পর্যায়ে এবং গুরগাঁওয়ের সংস্থা জেনিক লাইফ সায়েন্সের টিকা একদম প্রি-প্রাথমিক হিউম্যান ট্রায়ালে রয়েছে। এদিন সংসদে জানান মন্ত্রী জিতেন্দ্র সিং। এদিকে, ১২৫ দিন পর সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত ৩০ হাজার ৯৩ জন। গত ১৬ মার্চের পর এত কম দৈনিক সংক্রমণ। কিন্তু রবিবার দেশজুড়ে টেস্টিং কম হওয়ার কারণে সংক্রমণ এত কম বলে মনে করা হচ্ছে। গত রবিবার ১৪.৬৩ লক্ষ নমুনা টেস্ট হয়েছে। সাপ্তাহিক গড় যেখানে ১৮.৭২ লক্ষ।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫৪ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২। সক্রিয় করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে দেশে ৪ লক্ষ ৬ হাজার ১৩০। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন।
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে ৪১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৪০১ জনের। এদিকে, আজ, মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে কেন্দ্রের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় বিরোধীদের সামনে উপস্থাপন করবেন স্বাস্থ্যসচিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে উপস্থিত থাকবেন। তৃণমূল সাংসদ জেরেক ওব্রায়েন জানিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত একপ্রকার গঠনমূলক বিরোধীদের নৈতিক জয়
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন