Advertisment

কবে, কখন আইএসসি-আইসিএসই? জানাল বোর্ড, দেখে নিন বিস্তারিত

বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
semester system in wb higher secondary examination from 2026 , উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ সেমেস্টার পদ্ধতি

জারি হয়েছে বিজ্ঞপ্তি।

ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন বা আইসিএসই (ICSE)-র দশম শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। পাশাপাশি, ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইএসসি (ISC)-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণও ঘোষিত হল। ঘোষণার পাশাপাশি, এনিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

Advertisment

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে দুই মাস ধরে, ১৩ এপ্রিল পর্যন্ত। প্রায় কাছাকাছি সময়েই শুরু হবে আইসিএসইর দশম শ্রেণির পরীক্ষাও। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি। আর, দশম শ্রেণির পরীক্ষা চলবে একমাসের সামান্য বেশি, ২৮ মার্চ পর্যন্ত।

আইসিএসসির ক্ষেত্রে দৈনিক পরীক্ষা শুরু হবে ১১টা থেকে। চলবে দুই ঘণ্টা ধরে, দুপুর ১টা পর্যন্ত। তবে, অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে সময়সীমা বেশি থাকছে। অঙ্ক পরীক্ষা চলবে আড়াই ঘণ্টা। আর, নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আইএসসি বোর্ডের পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। এই পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে, বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন- প্রণব-কন্যার বইয়ে ফাঁস কিছু তথ্য, রাহুলের রাজনৈতিক ব্যর্থতার কি এটাই কারণ?

চলতি বছর, ২০২৩ সালে আইসিএসইর পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি। এই পরীক্ষা শেষ হয়েছিল ৩১ মার্চ। আর, ফল প্রকাশিত হয়েছিল ঠিক দেড় মাস বাদে, ১৪ মে। এতে প্রতিবারের মতই ভালো ফল করেছিল এই রাজ্যের পড়ুয়ারা। তার মধ্যে আইসিএসইর দশম শ্রেণির পরীক্ষায় মেয়েদের পাশের হার ছিল ছেলেদের থেকে বেশি। ছেলেদের পাশের হার ছিল ৯৮.৭১ শতাংশ। আর, মেয়েদের পাশের হার ছিল ৯৯.২১ শতাংশ।

examination ICSE ISC Exam
Advertisment