Advertisment

ICSE রেজাল্ট ২০১৮: কিভাবে দেখবেন অনলাইনে?

আই সি এস ইর ফল প্রকাশ হবে আজই। অনলাইনে রেজাল্ট দেখতে ক্লিক করুন এইখানে

author-image
IE Bangla Web Desk
New Update
icse

২০১৮ এর ICSE প্রকাশ

ICSE রেজাল্ট ২০১৮ :  এবছরের আইসিএসই'র ফল প্রকাশ হবে আজই। বেলা ৩ টে থেকে ছাত্র ছাত্রীরা রেজাল্ট দেখতে পারবেন http://results.nic.in/, examresults.net, indiaresults.com ওয়েব সাইটের মাধ্যমে।

Advertisment

এবছর সারা দেশে মোট  ১,৭৫,২৯৯ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে । ২২ টি ভারতীয় ভাষা, ৯ টি বিদেশি ভাষা এবং একটি ক্লাসিকাল ভাষায় এবছর পরীক্ষা দিয়েছেন ছাত্রছাত্রীরা।

রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই তা পাওয়া যাবে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটেও। কিভাবে দেখবেন?

১) কম্পিউটার বা ফোনের ব্রাউজার খুলে খুলুন cisce.org অফিসায়াল ওয়েবসাইটটি।

২) সেখানে গিয়ে ক্লিক করুন Class 10 results।

৩) তারপর একটি পপ-আপ উইনডো খুলবে, সেখানে লিখুন রেজিসট্রেশন নাম্বার ও রোল নাম্বার।

৪) আপনার রেজাল্ট আপনি স্ক্রীনে ফুটে উঠবে।

৫) এখান থেকে ডাউনলোড করতে পারেন বা প্রিন্ট আউট করতে পারবেন আপনার রেজাল্ট।

publive-image

এছাড়া ও আপনি এসএমএসের দ্বারাও জেনে নিতে পারেন আপনার রেজাল্ট। এজন্য  সাত সংখ্যার ID কোডটি 09248082883 নাম্বারে পাঠালে পেয়ে যাবেন আপনার রেজাল্ট।

বর্তমানে অ্যাপের সাহায্যে পাওয়া যাবে রেজাল্ট

১) গুগল প্লে স্টোর খুলুন।

২) ICSE & ISC Board Exam Result 2018 অ্যাপের নাম।

৩) আগাম রেজিষ্টার করুন  আপনার রোল নাম্বারটি।

৪) রাতারাতি পেয়ে যাবেন আপনার রেজাল্ট।

ICSE
Advertisment