Advertisment

গঙ্গাবক্ষে প্রতিমা নিরঞ্জনে ৫০ হাজার টাকা জরিমানা!

সূত্রের খবর, কেন্দ্রের এই ১৫ দফার নির্দেশিকা পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, হরিয়ানা, রাজস্থানে পাঠানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Idol immersion in River Ganga, durga puja, durga puja 2019, প্রতিমা বিসর্জন, দুর্গাপুজো, দুর্গাপুজো ২০১৯, কেন্দ্রের নির্দেশিকা

ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

বোধনে পুজোর আনন্দের মধ্যেই বিসর্জন নিয়ে চিন্তায় পুজো উদ্যোক্তারা। দূষণ রোধে গঙ্গায় বিসর্জন করা যাবে না, এই মর্মে পুজোর মধ্যেই পশ্চিমবঙ্গ-সহ ১১টি রাজ্যকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। যে নির্দেশিকায় বলা হয়েছে, গঙ্গা বা তার কোনও উপনদীতে প্রতিমা বিসর্জন করা যাবে না। নির্দেশ না মানলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। দশেরা, দীপাবলি, ছট, সরস্বতী পুজোয় গঙ্গায় প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন দুর্গাপুজোর উদ্যোক্তারা। যদিও নির্দেশিকায় দুর্গাপুজোর কথা বলা নেই, কিন্তু দশেরার কথা বলা থাকায় সংশয় দেখা দিয়েছে।

Advertisment

আরও পড়ুন: ‘পুজোতে শোভনদার সঙ্গে এজন্যই মন কষাকষি হয়’

সূত্রের খবর, কেন্দ্রের এই ১৫ দফার নির্দেশিকা পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, হরিয়ানা, রাজস্থানে পাঠানো হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ‘‘আমার কাছে এরকম কোনও চিঠি আসেনি’’। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা সংস্থার তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: শিলচরের মণ্ডপে ৩০০ জীবন্ত খাঁচাবন্দি পাখি, ‘দেশি নয়, বিদেশি’, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সূত্র জানিয়েছেন, গঙ্গায় প্রতিমা বিসর্জন ঠেকাতে যাতে এই নির্দেশিকা কঠোরভাবে পালন করা হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। গঙ্গায় প্রতিমা বিসর্জন ঠেকাতে কী পদক্ষেপ করা হয়েছে, তা উত্ৎসব শেষে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যকে। এই নির্দেশিকা ঠিকমতো পালন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে জেলাশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Read the full story in English

Durga Puja 2019
Advertisment