Advertisment

IE100: সবচেয়ে শক্তিশালী ভারতীয়দের তালিকায় প্রথম দশে কারা দেখে নিন, মমতা কত নম্বরে?

তালিকায় ৯৫ তম স্থানে রয়েছেন চিত্র পরিচালক এসএস রাজামৌলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Most Powerful Indians 2023, Most Powerful Indians List 2023, Modi on List of Most Powerful Indians, Powerful Indians List this year, The List of Most Powerful Indians 2023, IE 100 Most Powerful Indians, Narendra Modi, Most Powerful Person in India, Most Powerful People in India, Most Powerful Personality in India, India's Most Powerful Person, India's most Powerful Personalities in 2023, IE 100 List of powerful Indians, Indian Express list of most powerful Indians" />

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ২০২৩ এর ১০০ ‘শক্তিশালী ভারতীয়দের' তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন একেবারে তালিকার শীর্ষে, এছাড়াও তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সিজেআই ডিওয়াই চন্দ্রচূড় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রয়েছেন তালিকার সপ্তম স্থানে। তালিকায় অষ্টম স্থান পেয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তালিকায় গত বছরের ৫ নম্বরে র‍্যাঙ্কিংয়ে থাকা শিল্পপতি মুকেশ আম্বানি এবারের তালিকায় রয়েছেন ৯ নম্বর স্থানে। দশম স্থানে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Advertisment

এই তালিকা অনুসারে ৮২ নম্বর ব়্যাঙ্কিং থেকে একলাথে ৫০ তম স্থানে উঠে এসেছেন অভিনেতা শাহরুখ খান। 'পাঠান'-এর সাফল্যের পর ৪ বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ। তালিকায় ৮৭ নম্বর স্থানে রয়েছে মেগাস্টার অমিতাভ বচ্চন। ৯৭ তম স্থানে রয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ৯৯ নম্বর স্থানে আছেন আলিয়া ভট্ট এবং ১০০ নম্বর স্থানে উঠে এসেছেন অভিনেতা রণবীর সিং।

এই তালিকায় ৯৫ তম স্থানে রয়েছেন চিত্র পরিচালক এসএস রাজামৌলি। এই পরিচালকের ছবি 'RRR'-র ছবির গান 'নাটু নাটু' অস্কার জয় করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রয়েছেন তালিকার ১৩ তম স্থানে।

ভারত জোড়ো যাত্রার সাফল্যর ওপর ভর করে পাঁচ মাস ধরে চার হাজার কিলোমিটার-এর বেশি কিমি পথ হেঁটে তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছে রাহুল গান্ধী। গত বছরে রাহুলের র‍্যাঙ্কিং ছিল ৫১। ক্রিকেটার রোহিত শর্মা তালিকার ৮৩ নম্ব্র র‍্যাঙ্কিংয়ে রয়েছেন।  

একনজরে দেখে নিন সম্পুর্ণ তালিকা

১. নরেন্দ্র মোদী

২. অমিত শাহ

৩. এস জয়শঙ্কর

৪. ডিওয়াই চন্দ্রচূদ

৫. যোগী আদিত্যনাথ

৬. মোহন ভাগবত

৭. জেপি নাড্ডা

৮. নির্মলা সীতারমন

৯. মুকেশ আম্বানি

১০. অজিত ডোভাল

১১. রাজনাথ সিং

১২. বিএল সন্তোষ

১৩. মমতা ব্যানার্জি

১৪. নীতীশ কুমার

১৫. রাহুল গান্ধী

১৬. অরবিন্দ কেজরিওয়াল

১৭. হিমন্ত বিশ্ব শর্মা

১৮. সঞ্জয় মিশ্র

১৯. অশ্বিনী বৈষ্ণব

২০. কিরণ রিজিজু

২১. শক্তিকান্ত দাস

২২. এন চন্দ্রশেখরন

২৩. মল্লিকার্জুন খাড়গে

২৪. মনোজ সিনহা

২৫. অমিতাভ কান্ত

২৬. নিতিন গড়করি

২৭. মনসুখ মান্ডাভিয়া

২৮. পীযূষ গয়াল

২৯. হরদীপ সিং পুরী

৩০. সোনিয়া গান্ধী

৩১. উদয় কোটক

৩২. ভূপেন্দ্র যাদব

৩৩. গৌতম আদানি

৩৪. এম কে স্ট্যালিন

৩৫. কেসিআর

৩৬. অনুরাগ ঠাকুর

৩৭. স্মৃতি ইরানি

৩৮. সিদ্দারামাইয়া

৩৯. দেবেন্দ্র ফড়নবিস

৪০. তেজস্বী যাদব

৪১. ভূপেশ বাঘেল

৪২. নবীন পট্টনায়েক

৪৩. পিনারাই বিজয়ন

৪৪. উদ্ধব ঠাকরে

৪৫. সুনীল মিত্তল

৪৬. ​​সি আর পাতিল

৪৭. জে শাহ

৪৮. নীতা আম্বানি

৪৯. সঞ্জয় কিষাণ কৌল

৫০. শাহরুখ খান

৫১. ভূপেন্দ্র প্যাটেল

৫২. একনাথ শিন্ডে

৫৩. বিরাট কোহলি

৫৪. তুষার মেহতা

৫৫. ভি কে সাক্সেনা

৫৫. বিভি নাগারথনা

৫৭. শরদ পাওয়ার

৫৮. জগন রেড্ডি

৫৯. ধর্মেন্দ্র প্রধান

৬০. দত্তাত্রেয় হোসাবলে

৬১. শিবরাজ চৌহান

৬২. অশোক গেহলট

৬৩. মনোহর লাল খট্টর

৬৪. হেমন্ত সোরেন

৬৫. প্রিয়াঙ্কা গান্ধী

৬৬. গজেন্দ্র সিং শেখাওয়াত

৬৭. বাসভরাজ বোমাই

৬৮. ভগবন্ত সিং মান

৬৯. আজিম প্রেমজি

৭০. সিডিএস অনিল চৌহান

৭১. সেনাপ্রধান মনোজ পান্ডে

৭২. সিইসি রাজীব কুমার

৭৩. পি কে মিশ্র

৭৪. রাজীব চন্দ্রশেখর

৭৫. বিমল প্যাটেল

৭৬. কুমার মঙ্গলম বিড়লা

৭৭. অধীর রঞ্জন চৌধুরী

৭৮. শশী থারুর

৭৯. সুখবিন্দর সিং সুক্কু

৮০. বসুন্ধরা রাজে

৮১. জগদেশ কুমার

৮২. আসাদউদ্দিন ওয়াইসি

৮৩. রোহিত শর্মা

৮৪. অখিলেশ যাদব

৮৫. অ্যাপোলো প্রতাপ রেড্ডি

৮৬. নন্দন নিলেকানি

৮৭. অমিতাভ বচ্চন

৮৮. মেহবুবা মুফতি

৮৯. ফারুক আবদুল্লাহ

৯০. টিভি সোমানাথন

৯১. সজ্জন জিন্দাল

৯২. ভি অনন্ত নাগেশ্বরন

৯৩. পুষ্কর ধামি

৯৪. সুমন বেরি

৯৫. এস এস রাজামৌলি

৯৬. ফালি নরিমন

৯৭. দীপিকা পাড়ুকোন

৯৮. ইউসুফ আলী

৯৯. আলিয়া ভাট

১০০. রণবীর সিং

Advertisment