কাশ্মীরে আইইডি বিস্ফোরণ, নিহত ২ সেনা কর্মী

রূপমতী ফরোয়ার্ড পোস্টের কাছে দুটি বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। প্রথম বিস্ফোরণ ঘটে বিকেল সাড়ে ৪ টে নাগাদ এবং দ্বিতীয় বিস্ফোরণ ঘটে সন্ধে ৬টা নাগাদ।

রূপমতী ফরোয়ার্ড পোস্টের কাছে দুটি বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। প্রথম বিস্ফোরণ ঘটে বিকেল সাড়ে ৪ টে নাগাদ এবং দ্বিতীয় বিস্ফোরণ ঘটে সন্ধে ৬টা নাগাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP worker shot dead in JK’s Kulgam

ফাইল ছবি

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন এক সেনা অফিসার ও এক সেনা জওয়ান। শুক্রবার সন্ধেয় নিয়ন্ত্রণরেখা সন্নিহিত নওশেরা এলাকায় এই ঘটনা ঘটেছে।

Advertisment

যে সেনা অফিসার মার গিয়েছেন তাঁর নাম এস জি নায়ার। সূত্র মারফৎ জানা গিয়েছে, এ ঘটনায় আরেকজন সেনা জওয়ান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপমতী ফরোয়ার্ড পোস্টের কাছে দুটি বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। প্রথম বিস্ফোরণ ঘটে বিকেল সাড়ে ৪ টে নাগাদ এবং দ্বিতীয় বিস্ফোরণ ঘটে সন্ধে ৬টা নাগাদ।

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এসে জঙ্গিরা এই আইইডি রেখে গিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

Advertisment

এদিকে রাজৌরি জেলাতেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে আসা গুলিতে আহত হয়েছেন আরেকজন সেনা কর্মী।

Read the Full Story in English

jammu and kashmir militants Terrorist