এবার থেকে উড়ানের মধ্যে ছবি তুললে বা করোনায় সামাজিক দূরত্ব না মানলে সংশ্লিষ্ট রুটে সেই বিমান সংস্থার উড়ান চালালে দু'সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করা হবে। শনিবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশান বা ডিজিসিএ। অভিযোগ, কঙ্গনা রানাওয়াত মুম্বই আসার সময় নির্দিষ্ট নিয়মবিধি ভাঙা হয়েছিল। এরপরই কড়া পদক্ষেপের কথা জানাল ডিজিসিএ।
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত গত ৯ সেপ্টেম্বর চণ্ডীগড়–মুম্বই বিমানে করে মুম্বই ফিরছিলেন। অভিযোগ, ওই বিমানে সুরক্ষা ও সামাজিক দুরত্বের বিধি লঙ্ঘন করেন সাংবাদিকরা। শুক্রবার সেই সংক্রান্ত রিপোর্ট ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে চেয়ে পাঠিয়েছে ডিজিসিএ। ইন্ডিগোর ৬ই–২৬৪ বিমানে সংবাদমাধ্যম কর্মীদের দ্বারা যে বিশৃঙ্খলার সৃ্ষ্টি হয়েছিল তারই রিপোর্ট চেয়েছে ডিজিসিএ। একই সঙ্গে সব বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে,
ওই দিনের ঘটনার জন্য ইন্ডিগো বিমান সংস্থাকে 'যথাযত পদক্ষেপ' করার নির্দেশ দিয়েছে ডিজিসিএ।
সরকারিভাবে ডিজিসিএ জানিয়েছে, 'আমরা কিছু ভিডিওর ফুটেজ দেখেছি যেখানে বুধবার ইন্ডিগোর ৬ই–২৬৮ বিমানে সাংবাদিকরা একে–অপরের খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন। এতে সুরক্ষা ও সামাজিক দুরত্বের বিধি লঙ্ঘন করা হয়েছে। এই ঘটনার রিপোর্ট ইন্ডিগোকে জমা দিতে বলা হয়েছে।’
৯ সেপ্টেম্বর ইন্ডিগো ফ্লাইট, ৬ই ২৬৪ বিমানটি নির্ধারিত সময় দুপুর ১২টায় চণ্ডীগড় থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে টেক অফ করে, এবং দুপুর ২.১৫ মিনিটে মুম্বই পৌঁছায়। মহারাষ্ট্র সরকারের সঙ্গে বাকযুদ্ধে জড়ানো কঙ্গনা রানাওয়াত এই বিমানেই মুম্বই আসেন। যার কিছু সময় আগেই অবৈধ কাঠামো তৈরির অভিযোগে বৃহন্মুম্বই পুরসভার তরফে চব্বিশ ঘন্টার নোটিশে ভেঙে ফেলা হয় কঙ্গনার অফিস।
ইন্ডিগোর তরফে বলা হয়েছে, আমরা আমাদের বিবৃতি জমা দিয়েছিল ডিজিসিএর কাছে। আমরা জানিয়েছি আমাদের কেবিন ক্রু, আমাদের পাইলট সবাই সমস্ত প্রোটোকল মেনেছে। এমনকি ফটোগ্রাফি বন্ধ করবার বিধির কথাও স্মরণ করানো হয়েছে একাধিকবার। নিজেদের পোস্ট-ফ্লাইট রিপোর্টেও এই নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়। আমরা সুরক্ষিত এবং কোনওরম ঝামেলাবিহীন যাত্রী পরিষেবা দিতে বদ্ধ পরিকর।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন