জঙ্গি দমন ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ফের সরব হল ভারত। পাকিস্তান যদি ‘নয়া ভাবনায়’ ‘নয়া পাকিস্তান’ গড়ার কথা ভাবে, তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘নয়া পদক্ষেপ’ গ্রহণ করতে হবে, শনিবার একথাই বলেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার। বারবার অনুরোধ করা সত্ত্বেও জঙ্গি দমনে পাকিস্তান কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে এদিন দাবি করেছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
ইসলামাবাদেই রয়েছে সন্ত্রাসবাদী গোষ্ঠী জৈশ-এ-মহম্মদের প্রধান মাসুদ আজহার, এ প্রসঙ্গে এদিন রভিশ কুমার বলেছেন, “আমরা বারবার একই কথা শুনে আসছি। ২০০১ সালে সংসদে হামলার সময়, ২০০৮ সালে মুম্বই হামলার সময় ও ২০১৬ সালে পাঠানকোট হামলার সময়ও একই কথা শুনেছি। পাকিস্তান দাবি করছে, ওরা জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। কিন্তু শুধু কাগজে কলমেই করেছে। জঙ্গি দলগুলো আজও কোনওরকম বাধা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তানের মাটিতে বসে।”
#WATCH Ministry of External Affairs (MEA) Spokesperson, Raveesh Kumar: If Pakistan claims to be a ‘Naya Pakistan’ with ‘nayi soch’ then it should demonstrate ‘naya action’ against terrorist groups and cross border terrorism in support of its claims. pic.twitter.com/Ji7ZBZsVjc
— ANI (@ANI) March 9, 2019
আরও পড়ুন, হামলার দায় স্বীকার করেনি জইশ, বলছে পাকিস্তান
অন্যদিকে, পুলওয়ামায় জঙ্গি হামলায় জৈশ যোগের কথা যেভাবে অস্বীকার করছে পাকিস্তান, সে নিয়েও এদিন সরব হন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। রভিশ বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে, পুলওয়ামা হামলায় জৈশ যোগের কথা অস্বীকার করছে পাকিস্তান।”
বালাকোটে এয়ার স্ট্রাইক প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি দমন করতেই বালাকোটে অভিযান চালিয়েছিল ভারত। একইসঙ্গে এদিন রভিশ জানান, ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান মিগ-২১ বাইসনকে গুলি করে পাকিস্তানে নামিয়েছিল এফ-১৬ বিমান। ওই যুদ্ধবিমানে ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তিনি আরও বলেন, “পাকিস্তানের ব্যর্থ হামলায় ভারত একটি যুদ্ধবিমানই হারিয়েছে।”
Read the full story in English