Advertisment

'অভিনয় করতে আসিনি', মমতার উন্নয়নের প্রশংসা করে সাফ বললেন জয়া বচ্চন

মমতা একনায়কতন্ত্রের বিরুদ্ধে একা লড়াই চালাচ্ছেন বলে ভোট আবহে দাবি করেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
jaya bachchan

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে জয়া বচ্চন।

বাংলায় এসে মমত বন্দ্যোপাধ্য়ায়ের প্রশ্ংসায় পঞ্চমুখ জয়া বচ্চন। মমতা একনায়কতন্ত্রের বিরুদ্ধে একা লড়াই চালাচ্ছেন বলে ভোট আবহে দাবি করেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ। আগামিতে মমতাই ফের বাংলার মুখ্যমন্ত্রী হলে বাংলার উন্নতি হবে বলে জানান অমিতাভ জায়া।

Advertisment

বঙ্গের ভোটে এবারের তৃণমূলকে সমর্থন করছে সমাজবাদী পার্টি। সেই সূত্রেই জোড়া-ফুলের হয়ে প্রচারে গতরাতে শহরে এসেছেন জয়া বচ্চন। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে হাজির হন বাংলা চলচ্চিত্র দগতের 'ধন্যিমেয়ে'। তাঁকে সম্বর্ধনা দেন রাজ্য়ের মন্ত্রী পূর্ণেন্দু বসু ও সাংসদ সাংসদ দোলা সেন।

তৃণমূল ভবনে জয়া বচ্চন বলেন, ' মমতার জন্য শ্রদ্ধা। এক মহিলা লড়াই করছেন। মাথায় লেগেছে, পায়ে লেগেছে। তারপরও তিনি অপশাসনের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। মমতা যা করতে চান, তা তিনি পুরো করতে পারবেন। আরও উন্নতি হবে, মমতা এখনকার মুখ্যমন্ত্রী থাকলে আরও উন্নতি হবে।' পাশাপাশি বিরোধীদের উদ্দেশে জয়ার কটাক্ষ, 'মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের বলব লজ্জা লজ্জা।'

'ভূমিপুত্র'-'বহিরাগত' বিতর্ক একুশের ভোট জোর চর্চার বিষয়। অবশ্য প্রবাসী বাঙালি বলেই এদিন নিজের পরিচয় দেন জয়া বচ্চন। এরপরই বাঙালি আবেগ উস্কে তিনি বলেছেন 'বাঙালিদের ভয় দেখিয়ে কেউ সাফল্য পায়নি। এটা আপনাদের চিন্তা করতে হবে। ভাবতে হবে।'

বাংলাকে নারী সুরক্ষায় দেশের সবচেয়ে সুরক্ষিত রাজ্য বলে দাবি করেছেন জয়া। তাঁর দাবি, 'আমার গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে পারবে না। একা একজন মহিলা লড়াই করে যাচ্ছেন বাংলার সব মানুষের অধিকারের জন্য। নিরাপদতম রাজ্য মহিলাদের জন্য এ দেশে। বিশেষ কিছু বলার নেই। আপনারা বুঝে যাবেন আমি কী বলতে চাইছি।'

তবে তৃণমূলের হয়ে প্রচারে আসায় এদিন জয়া বচ্চনের সমালোচনা করেন বিজেপি পরাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'বাংলার নতুন প্রজন্মের সঙ্গে জয়া বচ্চনেরসম্পর্ক কী? তাঁর নাম ক'জন জানেন?'

আর তখনই বিজেপির নিশানায় পড়লেন তিনি। সোমবার তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ। জয়া বচ্চনকে কতজন চেনেন, সে প্রশ্ন তুছেন তিনি। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি।

এদিন নিউটাউনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। জয়া বচ্চনকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলেন তিনি। দিলীপবাবুর মতে, বাংলার নতুন প্রজন্মের সঙ্গে জয়া বচ্চনেরসম্পর্ক কী? তাঁর নাম ক'জন জানেন? তিনি রাজ্যসভায় গিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ হিসেবে। তিনি বাংলার মেয়ে হিসেবে সিনেমা করেছেন। তখন তিনি প্রেমে ছিলেন। তবে এখন তিনি কোথায় রয়েছেন? তাঁর সঙ্গে এখন বাংলার কী সম্পর্ক জানি না? তিনি সাম্প্রতিক সময়ে বাংলার অবস্থা নিয়ে কিছু বলেননি, হঠাৎ একানে এসে প্রচারে করতে শুরু করলেন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021 Jaya Bacchan
Advertisment