Advertisment

‘কারনাল তদন্তে অভিযোগ প্রমাণ হলে কৃষকরাও ছাড় পাবেন না’, হুঁশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রীর

Haryana Farmers Protest: প্রতিবাদীদের হঠাতে এক মহকুমা শাসকের ‘লাঠির বাড়ি’ মারার অডিও ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Farm Law, Haryana. Farmers Movement

২৮ অগাস্টের ঘটনায় বহু কৃষক আহত হয়েছেন।

Haryana Farmers Protest: গত মাসে কারনালে কৃষক আন্দোলন চলাকালীন পুলিশি আগ্রাসনের অভিযোগ উঠেছে। প্রতিবাদীদের হঠাতে এক মহকুমা শাসকের ‘লাঠির বাড়ি’ মারার অডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল অডিও ঘিরে তপ্ত হরিয়ানার রাজনীতি। এবার সেই কাণ্ডে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ। তবে তদন্তে কৃষকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।  

Advertisment

ইতিমধ্যে গত তিন ধরে কারনাল মিনি সচিবালয়ের সামনে ধর্নায় বসেছেন কৃষকরা। উপলক্ষ্য অগাস্ট ২৮ লাঠিচার্জ-কাণ্ডে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা। বিশেষ করে মহকুমা শাসক আয়ুশ শর্মার সাসপেনশন চেয়েই পথে প্রতিবাদী কৃষকরা। সেই প্রসঙ্গেই এদিন তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ। তাঁর মন্তব্য, ‘একটা পক্ষ চাইছে বলেই তদন্ত ছাড়া একজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায় না।‘

তিনি জানান, ‘সরকার গোটা কারনাল পর্বের তদন্ত করতে আগ্রহী। সেই তদন্তে যদি কোনও কৃষক নেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁদের ছেড়ে দেওয়া হবে না।‘ তাঁর বার্তা, ‘একমাত্র বাস্তব দাবি শোনা হবে।‘

খানিকটা সুর চড়িয়ে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ‘দেশের আইপিসি কি কৃষকদের জন্য পৃথক? অভিযোগ প্রমাণিত হলেই শাস্তি দেওয়া হয়। সেই অভিযোগ প্রমাণ করতেই তদন্ত করা হবে।‘  এই প্রসঙ্গে কৃষক আন্দোলনের অন্যতম সংগঠন সংযুক্ত কৃষক মোর্চা দাবি তুলেছে, ‘অভিযুক্ত মহকুমা শাসকের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। তাঁর প্ররোচনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রত্যেকের শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামেপড়তে থাকুন

Haryana Government Farm Law Haryana Farmers Movement Karnal Agitation
Advertisment