চিনের সঙ্গে আলোচনা হলে, অন্য় পড়শির সঙ্গে নয় কেন: ফারুক আবদুল্লা

বন্দিদশার পর প্রথমবার সংসদে গিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিলেন ন্য়াশনাল কনফারেন্স সভাপতি তথা সাংসদ ফারুক আবদুল্লা।

বন্দিদশার পর প্রথমবার সংসদে গিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিলেন ন্য়াশনাল কনফারেন্স সভাপতি তথা সাংসদ ফারুক আবদুল্লা।

author-image
IE Bangla Web Desk
New Update
farooq abdullah, ফারুক আবদুল্লা

ফারুক আবদুল্লা।

সীমান্ত বিবাদ নিয়ে চিনের সঙ্গে যদি আলোচনা চালাতে পারে ভারত, তবে জম্মু-কাশ্মীর সীমান্ত ইস্য়ুতে অন্য় পড়শি দেশের সঙ্গেও কথা বলা যায়। বন্দিদশার পর প্রথমবার সংসদে গিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিলেন ন্য়াশনাল কনফারেন্স সভাপতি তথা সাংসদ ফারুক আবদুল্লা।

Advertisment

এদিন লোকসভায় জিরো আওয়ারে ফারুক বলেন, ''সীমান্তে সংঘর্ষ বাড়ছে এবং প্রাণহানি ঘটছে...এই পরিস্থিতিতে একটা উপায় বের করতে হবে...যেহেতু আপনারা সেনা সরাতে (লাদাখ সীমান্ত থেকে) চিনের সঙ্গে আলোচনা চালাচ্ছেন, আমাদের অন্য়ান্য় পড়শি দেশের সঙ্গেও সমাধানের জন্য় কথা বলা উচিত''।

আরও পড়ুন: করোনার থাবা, বাদল অধিবেশন কাটছাঁট

অন্য়দিকে, সোপিয়ানে ৩ জনের হত্য়ার ঘটনায় সেনার তদন্ত নিয়ে এদিন সন্তোষ প্রকাশ করেছেন শ্রীনগরের সাংসদ। তিনি বলেন, ''আমি খুশি যে সেনা স্বীকার করেছে যে সোপিয়ানের ৩ যুবককে ভুলবশতভাবে মারা হয়েছে। আশা করব, সরকার ভাল ক্ষতিপূরণ দেবে''।

Advertisment

উল্লেখ্য়, গত বছর জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার সময় থেকে আটক করা হয়েছিল ফারুক আবদুল্লা-সহ আরও অনেক রাজনৈতিক নেতাকে। চলতি বছরের মার্চ মাসে তাঁকে মুক্ত করা হয়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news