ইজরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এদিকে যুদ্ধের মাঝেই ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইজরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন প্রতিজ্ঞা করেছেন যে ইজরায়েলি সেনা বাহিনী শীঘ্রই গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করবে। জানিয়ে রাখি, এই যুদ্ধে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী জয়ের জন্য লড়াই করছে এবং সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘আমরা জয় অর্জন না করা পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব’।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন ‘আমি উত্তর ও দক্ষিণ সীমান্ত পরিদর্শন করেছি। এখানে মোতায়েন রিজার্ভ ফোর্সের সেনারা বলেছে যে তারা জয় না হওয়া পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। জয় না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। জয় পেতে এক বছর লাগলেও আমাদের সৈন্যরা যুদ্ধ করবে’ বলেও জানিয়েছেন তিনি।
শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গ্যালান্ট। এসময় তিনি বলেন, আমাদের এমন যোদ্ধা আছে যারা দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত। আমাদের দেশের জনসংখ্যার বিশেষত্ব হলো তারা সংকল্পবদ্ধ। গ্যালান্ট আরও বলেছেন যে ইজরায়েলি বাহিনী চেকপোস্ট এবং টানেলে হামাস জঙ্গিদের সঙ্গে লড়াই করছে। তিনি বলেন, ‘আমরা তাদের বাঙ্কার এবং টানেল সহ অনেক কিছু ধ্বংস করছি’। ধাপে ধাপে বাড়ছে লড়াই। হামাসের ১২ ব্যাটালিয়ন কমান্ডার নিহত হয়েছেন। হামাস নিষ্ঠুর। তাদের যোগ্য জবাব দিতে আইডিএফ প্রস্তুত।
এদিকে হামাস বলেছে জেরুজালেমের আল-আকসা মসজিদ অপবিত্র করছে ইজরায়েল। আর তার প্রতিশোধ নিতেই ইজরায়েলে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইজরায়েলি পুলিশ ২০২৩ সালের এপ্রিলে আল-আকসা মসজিদে একটি গ্রেনেড নিক্ষেপ করে বলেও দাবি হামাসের। তারা আরও বলেছে ইজরায়েলি সেনাবাহিনী ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের মহিলাদের ওপর হামলা চালাচ্ছে। হামাসের মুখপাত্র গাজি হামাদ ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। হামাদ বলেন, ইজরাইল কখনো ভাল প্রতিবেশী ও শান্তিপূর্ণ দেশ হতে পারে না।