Advertisment

IIT-দিল্লিতে বর্ণ-বৈষম্য সমীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার, 'অসংবেদনশীল' প্রশ্ন ঘিরেই বিতর্ক

কয়েক সপ্তাহ আগে, ইনস্টিটিউটের এসসি ছাত্র অনিল কুমার আত্মহত্যা করে মারা যান।

author-image
IE Bangla Web Desk
New Update
IIT Delhi suicicde case, IIT delhi caste discrimination survey, Board for Student Publications, Scheduled Castes, survey on caste discrimination, Indian express news

IIT-দিল্লিতে বর্ণ-বৈষম্য সমীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার, 'অসংবেদনশীল' প্রশ্ন ঘিরেই শুরু হয় বিতর্ক

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-দিল্লিতে গত দুই মাসে দুই দলিত ছাত্র আত্মহত্যা করে মারা যাওয়ার পরে, ইনস্টিটিউটের বোর্ড অফ স্টুডেন্ট পাবলিকেশনস (বিএসপি) বর্ণ বৈষম্যের উপর একটি ক্যাম্পাস-ব্যাপী সমীক্ষা শুরু করে। যদিও কয়েক ঘন্টার মধ্যে তা স্থগিত করা হয়। ইনস্টিটিউটের আধিকারিক তফসিলি জাতি (এসসি) / তফসিলি উপজাতি (এসটি) সেল জানিয়েছে ‘সমীক্ষাযর বিষয়ে কোন পরামর্শ নেওয়া হয়নি”।

Advertisment

এসসি/এসটি সেলের চেয়ারপার্সন জানিয়েছেন, ‘সেলে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে পরামর্শ করা হয়নি। সেলের চেয়ারপার্সনকে কখনই কোন সমীক্ষা সম্পর্কে বা সমীক্ষায় কোন কোন প্রশ্ন থাকার কথা সে বিষয়ে সচেতন করা হয়নি”।  

আইআইটি-দিল্লিতে দুই দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনার পরে সপ্তাহের শুরুতে বোর্ড ফর স্টুডেন্ট পাবলিকেশন্স (বিএসপি) বর্ণ বৈষম্যের উপর একটি ক্যাম্পাস-ব্যাপী সমীক্ষার আয়োজন করে। কিন্তু সেই সমীক্ষা মাত্র কয়েক ঘন্টা পরে স্থগিত করা হয়। ক্যাম্পাসের বেশ কয়েকজন পড়ুয়া এই বিষয়ে বলেছেন যে সমীক্ষায় 'অপ্রাসঙ্গিক' এবং 'অসংবেদনশীল' প্রশ্ন ঘিরেই শুরু হয় বিতর্ক। শিক্ষার্থীরা উল্লেখ করেছে যে সংরক্ষণ এবং ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে মতামতের বিভাগে, "পক্ষপাত স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছে"।

উল্লেখ্য, এই বছরের জুলাই মাসে বি.টেকের চূড়ান্ত বর্ষের ছাত্র আয়ুষ আশনা আত্মহত্যা করে বলে অভিযোগ। পাশাপাশি বছরের শুরুর দিকে অনিল কুমারও আত্মহত্যা করেন  বলে অভিযোগ। দুই ছাত্রই দলিত সম্প্রদায়ের। বিএসপি সভাপতি অধ্যাপক গয়াল বলেছেন, 'এটা মেনে নেওয়া হয়েছে যে যথাযথ প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনুসরণ করা হয়নি। তাই আমরা সমীক্ষা প্রত্যাহার করেছি’।

Caste Discrimination IIT
Advertisment