কানপুর আইআইটি ক্যাম্পাসে কবি ফৈয়াজ আহমেদ ফৈয়াজের কবিতা পাঠ করার ঘটনা নয়া মোড় নিল। এ ঘটনায় এবার তদন্ত কমিটি তৈরি করল কানপুর আইআইটি কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছেন কানপুর আইআইটি-র ডেপুটি ডিরেক্টর মণীন্দ্র আগরওয়াল। উল্লেখ্য, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি ধরপাকড়ের প্রতিবাদ জানানোর সময় পাক কবির ‘হাম দেখেঙ্গে’ কবিতা পাঠ করেন কানপুর আইআইটি-র পড়ুয়াদের একাংশ, যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
Advertisment
এ প্রসঙ্গে কানপুর আইআইটি-র ডেপুটি ডিরেক্টর বলেন, ‘‘৬ সদস্যের কমিটি গড়া হয়েছে। এই কমিটির মাথায় আমায় রাখা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যান্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে’’।
জানা গিয়েছে, গত ১৭ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন পড়ুয়ারা। ১৪৪ ধারা জারি থাকায় ক্যাম্পাসের বাইরে যেতে পারেননি পড়ুয়ারা। পাক কবি ফৈয়াজের ‘হাম দেখেঙ্গে’ কবিতা পাঠ করেন এক আইআইটি পড়ুয়া। যার ভিত্তিতে অভিযোগ দায়ের করেন ড. বশীমন্ত শর্মা নামে এক অধ্যাপক ও আরও ১৬ জন। হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগপত্রে জানান তাঁরা।