আইআইটিতে র্যাগিং র্যাকেট। 'ফ্রেসার্স পার্টি’র নামে র্যাগিংয়ের ভয়ঙ্কর অভিযোগ। ৭২ পড়ুয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। যাদবপুর কাণ্ডের পর র্যাগিং রুখতে দেশের সব প্রতিষ্ঠান তৎপর। এবার র্যাগিং র্যাকেট খোদ আইআইটিতে। সিনিয়র ছাত্ররা জুনিয়রদের হেনস্থা করে বলে অভিযোগ। র্যাগিংয়ের অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে আইআইটি কর্তৃপক্ষ। ৭২ জন পড়ুয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মান্ডিতে র্যাগিংয়ের ঘটনায় বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ৭২ পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১০ জনকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। গত মাসে অনুষ্ঠিত ফ্রেসার্স পার্টিতে ভয়ঙ্কর এই ঘটনা ঘটে।
ঘটনাটি ১১ আগস্টের। আইআইটি মান্ডির ডিরেক্টর প্রফেসর লক্ষ্মীধর বেহেরা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। 'লক্ষ্মণ রেখা' লঙ্ঘন করার অপরাধে ৭২ জন পড়ুয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সিনিয়র ছাত্রদের শাস্তি হিসাবে জরিমানা এছাড়া ক্যাম্পাস ও হোস্টেল থেকে ছয় মাসের সাসপেনশনও রয়েছে। বরখাস্ত হওয়া ১০ পড়ুয়ার মধ্যে রয়েছেন তিন ছাত্র ইউনিয়নের নেতাও।