Advertisment

Illegal Indian Immigrants : অ্যাকশনে ট্রাম্প, দেশে ফেরত পাঠানো হল শতাধিক ভারতীয়কে, কেন এই কঠিন পদক্ষেপ?

Illegal Indian Immigrants Return Updates: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইতিমধ্যে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে শতাধিক ভারতীয়কে যারা অবৈধ ভাবে সেদেশে বসবাস করছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Illegal immigrants in America

অ্যাকশনে ট্রাম্প, দেশে ফেরত পাঠানো হল শতাধিক ভারতীয়কে, কেন এই কঠিন পদক্ষেপ? Photograph: (ফাইল ছবি)

Illegal Indian Immigrants Return Updates: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।  ইতিমধ্যে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে শতাধিক ভারতীয়কে যারা অবৈধ ভাবে সেদেশে বসবাস করছিলেন। ইতিমধ্যে অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন  বিমানটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে। জানা গিয়েছে ১০৪ জনের মধ্যে বেশিরভাগই গুজরাট-পাঞ্জাবের বাসিন্দা।

Advertisment

অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে একটি মার্কিন সামরিক বিমান আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) অমৃতসরে পৌঁছেছে। বিমানটি ইতিমধ্যে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটিতে মোট ১০৪ জন ভারতীয় রয়েছে। যাদের মধ্যে রয়েছেন পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের নাগরিকরা।  পাঞ্জাব পুলিশের মতে, রাজ্যের ৩০ জন নাগরিককে আমেরিকা থেকে পাঠানো হয়েছে। 

 ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় দ্বিতীয়বার বসার পরই  অবৈধ অভিবাসন নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে মার্কিন প্রশাসন। সেই পদক্ষেপের অধীনে ভারতীয় অভিবাসীদের বহিষ্কারের এটাই প্রথম পদক্ষেপ।

মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, "আমেরিকা তার সীমান্তের নিরাপত্তার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। অভিবাসন আইন কঠোর করছে এবং অবৈধ অভিবাসীদের বহিষ্কার করার পদক্ষেপ শুরু করেছে।" মার্কিন কর্মকর্তারা প্রায় ১৮,০০০ অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছেন। আজ যে ১০৪ জন ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়েছে  তাদের মধ্যে ২৫ জন মহিলা, ১২ জন কিশোর এবং ৭৯ জন পুরুষ। এছাড়াও, বিমানটিতে ১১ জন ক্রু মেম্বার এবং ৪৫ জন মার্কিন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ৩৩ জন গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, দুজন করে উত্তরপ্রদেশের এবং তিনজন মহারাষ্ট্রের।

Donald Trump
Advertisment