Advertisment

সাত সকালেই হুলস্থূল, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠদের ডেরায় তল্লাশি ইডির, নজরে মিডিয়া উপদেষ্টাও

কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
ED Hemant Soren raids

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধানের অধীনে কেন্দ্রীয় সংস্থা রাজ্যের প্রায় এক ডজন জায়গায় অভিযান চালাচ্ছে, কর্মকর্তারা জানিয়েছেন। (প্রতিনিধিত্বমূলক ছবি)

মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর ডেরায় হানা দিয়েছে ইডি। সকাল থেকেই চলছে তল্লাশি। তথ্য অনুযায়ী, বিনোদ কুমার নামে এক অভিযুক্তের বিরুদ্ধেও তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্ত সংস্থা ইডি। সূত্রের খবর, বিনোদ কুমার, যার একাধিক আস্তানায় ইডি-র তল্লাশি অভিযান চলছে, রাঁচির রাজনৈতিক মহলে তিনি বেশ প্রভাবশালী।

Advertisment

ইডি সূত্রের খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মিডিয়া উপদেষ্টাও ইডি-র রাডারে রয়েছেন। গ্রেফতারের মুখে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা পিন্টু ওরফে অভিষেক প্রসাদ। ঝাড়খণ্ডে অবৈধ খনি কেলেঙ্কারি মামলায় তদন্তকারী সংস্থা ইডি-র একটি দল সাহেবগঞ্জের ডেপুটি কালেক্টরের আস্তানাতেও অনুসন্ধান অভিযান চালাচ্ছে। সাহেবগঞ্জের ডেপুটি কালেক্টরের রাম নিবাস আদতে রাজস্থানের বাসিন্দা। তল্লাশি অভিযানের জন্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে কর্মরত ডিএসপি রাজেন্দ্র দুবের ডেরাতেও পৌঁছেছে ইডি দল। ডিএসপি রাজেন্দ্র দুবে মূলত হাজারীবাগের বাসিন্দা। রাঁচি, হাজারিবাগ, ঝাড়খণ্ডের দেওঘর, রাজস্থানের জয়পুর এবং কলকাতাতেও তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাকে মুখ্যমন্ত্রী করা নিয়ে জল্পনার মাঝেই ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট আজ তাদের বিধায়কদের একটি বৈঠক ডেকেছে। তবে এই বৈঠকের আগে রাঁচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলছে। তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অনেক নেতার আস্তানায় এই অভিযান চালানো হচ্ছে। অবৈধ খনি কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠদের বাড়িতে পৌঁছেছেন ইডি অফিসাররা। হেমন্ত সোরেনের মিডিয়া উপদেষ্টার বাড়িতে অভিযান চালানো হয়েছে।

রাজ্যের প্রায় এক ডজন জায়গায় অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। , কেন্দ্রীয় তদন্ত সংস্থা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে একাধিকবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে ৭ বার সমন জারি করেছে। যদিও সমন ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। এই মামলায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এজেন্সি, ২০২২ সাল থেকে, রাজ্যে অবৈধ খনি কেলেঙ্কারির ঘটনায় ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

ED
Advertisment