Tamilnadu: আগামি ২৪ ঘণ্টায় তামিলনাড়ুর চার জেলায় রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। সেই পূর্বাভাসকে প্রাধান্য দিয়ে গ্রেটার চেন্নাই পুরসভা বড়সড় ঘোষণা করেছে। পুরবাসীকে অবিলম্বে খাবার এবং প্রয়োজনীয় দ্রব্য মজুত রাখতে আবেদন জানিয়েছেন তাঁরা। পাশাপাশি কোনওভাবেই জলাভূমি এবং নিচু জায়গায় না যেতে আবেদন করা হয়েছে। একসপ্তাহের ব্যবধানে ফের বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই। আগামি ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
সেই সতর্কবার্তাকে কাজে লাগিয়ে শহরকে জলমুক্ত রাখতে ব্যবস্থা নিয়েছে পুরসভা। শহরজুড়ে বসেছে প্রায় ৭০০টি পাম্প। মৎস্য দফতরের সাহায্য নামানো হয়েছে নৌকাও। এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছে পুর কমিশনার গগণদীপ সিং। মৌসম ভবনের পূর্বাভাসে বলা, বৃহস্পতিবার দিনভর ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তিরুভানমালাই, ভিল্লুপুরম, কুড্ডালোর, তিরুপাত্তুর এবং ভেলোরে।‘
এদিকে, নিম্নচাপের প্রভাব কেটে উত্তুরে হাওয়া বাধাহীন ভাবে ঢুকছে এই রাজ্যে। আগামী কয়েকদিন আরও ঢুকবে। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরছে শীতের আমেজ। আজ, বুধবার কলকাতার তাপমাত্রা আরও কমল। মঙ্গলবার রাত থেকেই কমেছে তাপমাত্রা। ফলে তিলোত্তমায় ঠান্ডা অনুভূত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কয়েকদিনের তুলনায় কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২-৩ ডিগ্রি কম থাকবে। ২৪ ঘণ্টায় সেই তাপমাত্রা হতে পারে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
উল্লেখ্য, পূবালি হাওয়া ও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে গিয়েছে। গতকাল থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার অনুভূতি বাড়ছে। রাতের তাপমাত্রা কমতে শুরু করায় জোরালো হতে শুরু করেছে শীতের আমেজ। তবে পাকাপাকিভাবে শীত ঢুকতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত পরিষ্কার আকাশ। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট ছিল। তবে বেলা বাড়তেই কুয়াশা উধাও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন