IMD Weather Forecast: শুখা মরশুমের জন্য রাজ্যবাসী তৈরি হোন

আগামী ৪৮ ঘণ্টা মৌসুমি বায়ুর অগ্রগতির পক্ষে উত্তরপূর্বের বেশ কয়েকটি আবহাওয়া অনুকূল রয়েছে বলে জানানো হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টা মৌসুমি বায়ুর অগ্রগতির পক্ষে উত্তরপূর্বের বেশ কয়েকটি আবহাওয়া অনুকূল রয়েছে বলে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
monsoon

ফাইল ছবি- শশী ঘোষ।

মৌসম ভবনের বার্তা সারা দেশের জন্যেই সুখপ্রদ, কেবল শুখার জন্য প্রস্তুত থাকতে হবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতকে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জেরে সারা দেশেই বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলে দেশের আবহাওয়া দফতর। শুধু পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আগামী ৪৮ ঘণ্টা মৌসুমি বায়ুর অগ্রগতির পক্ষে উত্তরপূর্বের বেশ কয়েকটি স্থানের আবহাওয়া অনুকূল রয়েছে বলে জানানো হয়েছে। ৩ জুনের মধ্যে দক্ষিণের উপদ্বীপ অঞ্চলের  মৌসুমি বায়ু সক্রিয় হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। ৬ জুনের মধ্যে মহারাষ্ট্র ও গোয়ায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই মনে করছে মৌসম ভবন।

Advertisment

এ বছর কলকাতা সহ সারা রাজ্যেই গরমে নাকাল হচ্ছেন মানুষজন। দুএকটি বিক্ষিপ্ত কালবৈশাখী কিছুক্ষণের জন্য হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি দিলেও ঝড়ের জন্য মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ অবস্থায় বর্ষার দিকে তাকিয়ে রয়েছেন গোটা বাংলার মানুষ। এর ওপর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের পূর্বাভাস নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় ফেলবে কৃষিজীবীদের। এর ফলে দাম বাড়ার সম্ভাবনা থাকছে শস্য ও সবজির।

weather rain