NRS-কাণ্ডের কথা মনে আছে? একসঙ্গে কতগুলো কুকুরকে বিষ খাইয়ে মারা হয়েছিল। সেই কাণ্ড নিয়ে হুলুস্থুলু পড়েছিল শহরজুড়ে। কিংবা কেরলে প্রসূতি হাতির বিস্ফোরক ভর্তি আনারস খেয়ে মৃত্যু? শেম শেম হ্যাশট্যাগে সোচ্চার হয়েছিলেন নেটিজেনরা। এবার তাই পশুদের উপর অত্যাচারে বা রাস্তার কুকুরকে ঢিল ছুড়লে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সম্ভাবনা ৫ বছর পর্যন্ত হাজতবাসেরও। পুরনো আইনে এমন সংশোধন আনার কথাই ভাবছে কেন্দ্র। পশু নির্যাতন বিরোধী আইনের সংশোধনে তিনটি ধারা যুক্ত করতে চলেছে কেন্দ্র।
এত দিন পর্যন্ত যে কোনও পশুকে নির্যাতন বা মারলে বিশেষে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত। ৬০ বছরের পুরনো সেই আইনে হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ থাকছে বলে জানা গিয়েছে। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে হতে পারে। পশুটি প্রাণ হারালে অপরাধীকে কারাদণ্ড হতে পারে। এমন সম্ভাবনা উসকে দিতে প্রি নতুন সংশোধনী।
সূত্রের খবর, বর্তমান আইনে জরিমানার অঙ্ক কম বলেই শুধু নতুন আইনের কথা ভাবা হচ্ছে, এমনটা নয়। বর্তমান আইনে পশুদের উপর অত্যাচারের রকমফের নিয়ে কোনও উল্লেখ নেই। সেই কারণেই আইনে বদল আনতে চাইছে সরকার।
বর্তমান আইনের ফাঁক দিয়ে বহু অপরাধীই ছাড়া পেয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। বিশেষত গত বছর কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার পর হাতির মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমান আইনের ফাঁকগুলো আরও বেশি করে নজরে আসে।