Advertisment

ইমরান সরকারকে ছুঁড়ে ফেলতে হবে, সুর চড়াল পাকিস্তানের বিরোধী শক্তি

ইমরান সরকারকে 'ভুয়ো' প্রতিশ্রুতির সরকার বলে তোপ বিরোধী দলগুলির।

author-image
IE Bangla Web Desk
New Update
Imran government has to be thrown out demand by pakistan opposition parties

পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানে ইমরান খান সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। শাসক দলের বিরুদ্ধে ভুয়ো প্রতিশ্রুতি ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। ইমরান খান সরকারকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার দাবিতে রবিবার করাচিতে বিরাট মিছিল করে প্রধান বিরোধী দল তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টে। সরকার প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ না করলে সেপ্টেম্বর মাসজুড়ে ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মিছিলের মাঝেই ভিডিও বার্তা দেন নাওয়াজ শরিফ।

Advertisment

পাক বিরোধী দলনেতা শেহবাজ শরিফ জানান, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি মৌলনা ফজলুর রহমানের নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলেগুলির জোট রবিবার সরকার বিরোধী মিছিল করেছে। যেখানে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। শেহবাজ শরিফের হুঁশিয়ারি, "সব জিনিসের দাম বাড়ছে। অথচ সরকারে আসার আগে মানুষের কষ্ট লাঘবে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যার একটাও পূরণ হয়নি। এই সরকার সম্পূর্ণ ভুয়ো প্রতিশ্রুতির সরকার। একে রাজনৈতিকভাবে কবরে পাঠাতে হবে। এবার হাজার হাজার মানুষকে নিয়ে আমরা ইসলামাবাদে যাব।"

রবিবারের মিছিলের পোষাকি নাম ছিল 'করাচি জলসা'। দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের নেতা নাওয়াজ শরিফ বর্তমানে শারীরিক কারণে জামিনে মুক্ত। রয়েছেন লন্ডনে। সেখান থেকেই 'করাচি জলসা'য় বক্তব্য রাখেন তিনি। সরকার বিরোধী আন্দোলন পোক্ত করার বার্তা দেন তিনি।

মিছিল থেকে বিরোধী জোটের সব নেতাই ইমরান খানের ভুয়ো প্রতিশ্রুতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ল, বিদ্যুতের কর কমল না তা নিয়ে প্রশ্ন তোলেন। সরকার বিরোধী লড়াইয়ে বেকারত্বকেও হাতিয়ার করেছেন পাকিস্তানের বিরোধী দলগুলি।

আপাতত সরকারের বিরুদ্ধে সুর চড়াতে মরিয়া ইমরান খানের বিরোধী রাজনৈতিক দলগুলি। সেপ্টেম্বরে দেশজুড়ে সরকার বিরোধী সভা মিছিলের ডাক দেওয়া হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Imran Khan Government pakistan imran khan
Advertisment