ভারত-চিন সীমান্ত বিবাদের আবহে নয়া দিল্লির বিরুদ্ধে তোপ দাগলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মোদী সরকারের তুলোধনা করে বুধবার টুইটারে ইমরান লিখেছেন, প্রতিবেশী দেশগুলির জন্য় ভারত বিপজ্জনক হয়ে উঠছে। এজন্য় ভারতের 'উদ্ধত সম্প্রসারণের নীতি'-কেই দায়ী করেছেন পাক প্রধানমন্ত্রী। ভারত-চিন সীমান্তে টানাপোড়েনের আবহে যে ভাষায় ভারতের বিরুদ্ধে আক্রমণ শানালেন ইমরান, তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
ঠিক কী বলেছেন ইমরান খান?
টুইটারে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের উদ্ধত সম্প্রসারণের নীতি খানিকটা নাৎসির মতো, যা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য় বিপজ্জনক হয়ে উঠছে। নাগরিকত্ব আইনের মাধ্য়মে বাংলাদেশ, চিন, নেপাল সীমান্তে বিরোধ আর পাকিস্তানের জন্য় ফলস ফ্ল্য়াগ অপারেশন। উল্লেখ্য়, এর আগে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও সংশোধনী নাগরিকত্ব আইনের বিরোধিতায় নয়া দিল্লির সমালোচনা করেছিলেন ইমরান।
আরও পড়ুন: ‘ভারত-চিন সীমান্তে পরিস্থিতি এখন স্থিতিশীল’, বার্তা বেজিংয়ের
এদিকে, ২০১৭ সালে ডোকলামে অচলাবস্থার পর সম্প্রতি পূর্ব লাদাখে প্য়াংগং সো এলাকায় মুখোমুখি ভাবে অবস্থান করে ভারতীয় ও চিনা সেনা। লাদাখে অচলাবস্থা নিয়ে ভারত ও চিনের সামরিক বাহিনীর মধ্য়ে ৬ দফায় আলোচনার প্রয়াস চালানো হয়, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। গালওয়ান উপত্য়কায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার উপর বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে চিন। এর পাল্টা হিসেবে বাড়তি সেনা মোতায়েন করছে ভারতও। উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচলপ্রদেশ, লাদাখে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন