Advertisment

আপনারা পারলে, আমরাও পারি : ইমরান খান

‘‘দু’দেশের মধ্যে যদি চাপানউতোর ক্রমশ বাড়তে থাকে, তাহলে আমার বা মোদীজি, কারও হাতেই তার নিয়ন্ত্রণ থাকবে না।’’

author-image
IE Bangla Web Desk
New Update
imran khan, ইমরান খান

ইমরান খান। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘‘আপনারা যদি আমাদের এখানে হানা দিতে পারেন, তাহলে আমরাও তা পারি’’, ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক হামলা প্রসঙ্গে বলতে গিয়ে এ ভাষাতেই ভারতকে হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যুদ্ধ যে কোনও সমস্যার সমাধান নয়, সে প্রসঙ্গে এদিন স্পষ্ট ভাষায় ইমরান বলেছেন, ‘‘দু’দেশের মধ্যে যদি চাপানউতোর ক্রমশ বাড়তে থাকে, তাহলে আমার বা মোদীজি, কারও হাতেই তার নিয়ন্ত্রণ থাকবে না।’’

Advertisment



এ প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ভুল বোঝাবুঝি থেকেই সব যুদ্ধের সূত্রপাত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ এক সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা শেষ করতে সময় লেগেছে ৬ বছর...ভারতকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের আর আমাদের কাছে যে পরিমাণ অস্ত্র রয়েছে, তাতে আমরা কি ভুল বোঝাবুঝির রাস্তায় যেতে পারব?’’ আলোচনার মাধ্যমেই যে সমাধানসূত্র বেরোতে পারে, সে বার্তাও দিয়েছেন ইমরান।

আরও পড়ুন, হেফাজতে ভারতীয় পাইলট, টুইট পাক সেনার মুখপাত্রের

পুলওয়ামার ঘটনা নিয়ে এদিন ফের মুখ খুলেছেন ইমরান। পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘পুলওয়ামা হামলার পর আমরা ভারতকে শান্তির প্রস্তাব দিয়েছিলাম। আমি নিহতদের পরিজনদের যন্ত্রণা বুঝি। হামলার ঘটনায় জখমদের হাসপাতালে দেখতে গিয়ে বুঝেছি ওঁদের যন্ত্রণা। আমরা ভারতকে বলেছিলাম যে আমরা তদন্ত করব। আমরা সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। আশঙ্কা করেছিলাম যে, ভারত পদক্ষেপ করবে, সেজন্য আগ্রাসন দেখানো নিয়ে ভারতকে সাবধান করেছিলাম।’’

আরও পড়ুন, ফের প্রত্যাঘাত ভারতের, ধ্বংস ৫ পাক পোস্ট

উল্লেখ্য, বুধবার সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান। কিন্তু সেই হামলা সফল হয়নি বলে দাবি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এ প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক করে বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার জানিয়েছেন, ‘‘মঙ্গলবার এয়ার স্ট্রাইকের পরও পাকিস্তান তার বায়ুসেনাকে কাজে লাগিয়ে এদিন সকালে ভারতে হামলা চালিয়েছে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। পাক যুদ্ধবিমানকে দেখেই ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান আকাশে উড়ে যায়। আকাশে পাক যুদ্ধ বিমানকে রোখে ভারতীয় বায়ুসেনা। আমাদের একটি মিগ ২১ বিমান পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। পাক যুদ্ধ বিমানকে ভেঙে পড়তে দেখা গিয়েছে।’’

Read the full story in English

International news India pakistan imran khan national news
Advertisment