scorecardresearch

ইমরান খান গ্রেফতার, পাকড়াও পাক রেঞ্জার্সদের হাতে

শেষ রক্ষা হল না…

Imran Khan arrested , ইমরান খান গ্রেফতার, পাকড়াও পাক রেঞ্জার্সদের হাতে
গ্রেফতারের সময় টানতে টানতে গাড়িতে তোলা হচ্ছে ইমরানকে।

গ্রেফতার করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। পাক সংবাদপত্র দ্য ডন-এর খবর অনুযায়ী, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরেই ইমরানকে পাকড়াও করেছে পাক রেঞ্জার্সরা। আল কাদারি ট্রাস্টের একটি জমি মামলায় নাম জড়িয়েছে ইমরান খানের। তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়। মঙ্গলবার সেই মামলাতেই জামিন নিতে ইসলামাবাদ হাইকোর্টে এসেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই সময়ই তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে পাক রেঞ্জার্সরা।

ইমরান খানের দল পিটিআই-এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর দাবি, ‘আদালত চত্বর থেকে অপহরণ করা হয়েছে ইমরান খানকে। হাজার হাজার আইনজীবী ও সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে। ইমরান খানকে অজ্ঞাত ব্যক্তিরা একটি অজানা স্থানে নিয়ে গিয়েছে। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের আইজিকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।’

টুইটারে একটি ভিডিও বার্তায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা মুসাররাত চিমা বলেছেন: ‘ওরা এখন ইমরান খানকে নির্যাতন করছে। তারা খান সাহেবকে মারছে। ওরা খান সাহেবের সঙ্গে কিছু করেছে।’

ইমরানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানজুড়ে অরাজগতার পরিবেশ তৈরির আশঙ্কা রয়েছে। ইসলামাবাদের জারি রয়েছে ১৪৪ ধারা। ইসলামাবাদ পুলিশের আইজি আকবর নাসির জানিয়েছেন যে, শহরের পরিস্থিতি ‘স্বভাবিক’ রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে আল কাদারি ট্রাস্টের একটি জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান ইমরান গ্রেফতারের পরই লন্ডনে প্রতিবাদ শুরু করেন দলের কর্মী, সমর্থকরা। পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান লন্ডনস্থিত পিটিআইয়ের কর্মী, সমর্থকরা।

গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান তোষাখানা সহ শতাধিক মামলায় জড়িয়ে পড়েন। অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। যা নিয়ে ইমরানের অভিযোগ ছিল যে, রাশিয়া, চিন এবং আফগানিস্তানে সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব, স্বাধীন পররাষ্ট্র নীতির সিদ্ধান্তের জেরেই তিনি মার্কিন নেতৃত্বাধীন ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Imran khan arrested