বিজেপি বিরোধী প্রচার চলছে। যা ফেসবুকের 'প্রত্যাশিত মান লংঘন করেছে' ও 'সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়'। এই দাবি করে ২০১৯ সালের জানুয়ারিতে ফেসবুক ইন্ডিয়ার কাছে ৪৪টি পেজের বিরুদ্ধে অভিযোগ জানায় কেন্দ্রের শাসক দল। ওই পেজগুলোকে বাতিল করারও আর্জি জানানো হয়। তারপর থেকে এইগুলোর মধ্যে ১৪টি পেজ সোমবার পর্যন্ত আর ফেসবুক প্ল্যাটপর্মে দেখা যায়নি।
৪৪টি পেজের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভীম আর্মির সরকারি ফেসবুক পেজ। এছাড়াও ছিল 'উই হেট বিজেপি', কংগ্রেস সমর্থনকারী কয়েকটি পেজ এবং 'দ্য ট্রুথ অফ গুজরাট'। সাংবাদিক রবীশ কুমার ও বিনোদ দুয়ার ফেসবুক পেজও বাতিল করে দেওয়া হয়।
গত বছর নভেম্বরে বিজেপি-র আইটি সেলের তরফে ফেসবুক ইন্ডিয়াকে ৪৪টির মধ্যে ১৭টি পেজ ফের চালুর কথা বলা হয়। তবে, তার থেকে যে অর্থনৈতিক লাভ হত তা বতিল রাখার কথা জানানো হয়। দ্য চউপল-এর প্রতিষ্ঠাতা বিকাশ পান্ডে বলেছেন, ২০১৯ সালের মার্চের পর থেকে তাদের ফেসবুক পেজ থেকে কোনও রাজস্ব আদায় হয় না। ওপি ইন্ডিয়ার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
জানা যায় যে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিজেপির তরফে আইটি সেলের প্রধানের কাছ থেকে ই-মেইল-এ ফেসবুক ইন্ডিয়ার জননীতি আধিকারিক আঁখি দাস ও শীবনাথ ঠুকরাল একাধিক পেজ বাতিল ও কয়েকটি বিজেপি পন্থী পেজ রক্ষার আর্জির কথা জানতে পারেন।
ফেসবুকের মুখপাত্র জানিয়েছিলেন যে, পেজ রক্ষা করার কোনও প্রক্রিয়া নেই। তবে, ক্রস চেক করা হয়ে থাকে। প্রত্যাশিত মান লংঘন না হওয়া পর্যন্ত পদক্ষেপ করা যায় না। জবাবে মালব্য জানিয়েছিলেন, 'আমরা স্বচ্ছ ও সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি পদ্ধতির দাবি জানাচ্ছি।'
ফের ২০১৯ সালের নভেম্বরে চিঠি দেন মালব্য। তখন বিজেপির সমর্থনকারী ৮টি পেজকে রক্ষা করে ফেসবুক ইন্ডিয়া। তবে এগুলোর সঙ্গে সরাসরি বিজেপির কোনও যোগ ছিল না।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন