Advertisment

মাত্র ৫ বছরেই ৫০০ কোটির আউটসোর্সিং! লক্ষ্মীলাভের তালিকায় শীর্ষে কোন সংস্থা?

বিভিন্ন সরকারি বিভাগ থেকে প্রায় ৫০০ কোটি টাকার কমপক্ষে ৩০৮ চ্যুক্তিতে স্বাক্ষর করেছে একাধিক বহুজাতিক সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
"govt contracts to consultancy firms, govt contracts to Big Four, govt contracts to Big Four consultans, McKinsey & Co govt contracts, PwC govt contracts, Deloitte govt contracts, Ernst & Young Global govt contracts, KPMG govt contracts,contractula govt jobs, govt jobs consultants, govt jobs consultants hiring, govt jobs consultants salary, Indian express"

মাত্র ৫ বছরেই ৫০০ কোটির আউটসোর্সিং! লক্ষ্মীলাভের তালিকায় শীর্ষে কোন সংস্থা?

পেট্রোলিয়াম থেকে বিদ্যুৎ এবং নীতি আয়োগ থেকে আধার প্রকল্প কেন্দ্রীয় সরকারের ১৬ মন্ত্রক গত ৫ বছরে ৫০০ কোটি টাকার বেশি বহুজাতিক কনসালটেন্সি ফার্মকে আউটসোর্সিংয়ের দায়িত্ব দিয়েছে। এমনটাই উঠে এসেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তে।  

Advertisment

রেকর্ডগুলি দেখায় ২০১৭ সালের এপ্রিল থেকে ২০২২-এর জুনের মধ্যে প্রাইসওয়াটার-হাউসকুপারস (পিডব্লিউসি), ডেলয়েট টাচ তোহমাতসু লিমিটেড, আর্নস্ট অ্যান্ড ইয়াং গ্লোবাল লিমিটেড এবং কেপিএমজি ইন্টারন্যাশনাল লিমিটেড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি বিভিন্ন সরকারি বিভাগ থেকে প্রায় ৫০০ কোটি টাকার কমপক্ষে ৩০৮ চ্যুক্তিতে স্বাক্ষর করেছে ।  

আরটিআই রেকর্ড অনুসারে PwC সবচেয়ে বেশি সুবিধাভোগীর তালিকায় স্থান পেয়েছে ২০১৭- ২০২২ এর মধ্যে ১৫৬ কোটি টাকারও বেশি মূল্যের কমপক্ষে ৯২ টি চুক্তিতে স্বাক্ষর করেছে সংস্থা। ডেলয়েট ১৩০.১৩ কোটি  টাকারও বেশি মূল্যের ৫৯ টি চ্যুক্তি স্বাক্ষর করেছে। আর্নস্ট অ্যান্ড ইয়াং গ্লোবাল লিমিটেড ৮৮.০৫ কোটি টাকার ৮৭ টি চুক্তি পেয়েছে। কেপিএমজি ৬৮.৪৬ কোটি টাকার ৬৬ টি চুক্তি পেয়েছে। ম্যাককিনসি ৫০.০৯ কোটি টাকায় তিনটি চুক্তি পেয়েছে।

রেকর্ড অনুসারে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে ১৭০ কোটি টাকার বেশি আউটসোর্স করা হয়েছে। এরপর রয়েছে বিদ্যুত। মন্ত্রকের অধীনে নয়টি সংস্থা বহুজাতিক সংস্থার কাছে ১৬৬.৪১ কোটি টাকার বেশি আউটসোর্স করেছে। এই তালিকায় পর্যটন মন্ত্রক এবং নীতি আয়োগও রয়েছে। পর্যটন মন্ত্রক তার স্বদেশ দর্শন উদ্যোগের অধীনে ইএন্ডওয়াইকে কমপক্ষে ১৬ কোটি টাকার কাজ দিয়েছে এবং নীতি আয়োগের তরফে ২০১৯-২০২১ এর মধ্যে ১৭.৪৩ কোটি টাকার সাতটি প্রকল্প আউটসোর্স করা হয়েছে।  

modi
Advertisment