Advertisment

বাজারে আসছে ২০ টাকার কয়েন, কেমন দেখতে হবে?

২০ টাকার নতুন কয়েনের পাশাপাশি নতুন রূপে বাজারে পা রাখতে চলেছে ১ ও ২ টাকার কয়েনও। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার নতুন কয়েন আনা হচ্ছে বাজারে।

author-image
IE Bangla Web Desk
New Update
20 coin, ২০ টাকার কয়েন

বাজারে আসছে ২০ টাকার কয়েন। প্রতীকী ছবি।

২০ টাকার নোট দেখেছেন, কিন্তু কয়েন? হ্যাঁ, এবার ২০টাকার কয়েন আসতে চলেছে বাজারে। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ২০ টাকার নয়া কয়েন, গেজেট বিজ্ঞপ্তি জারি করে একথাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে ঠিক কবে বাজারে আত্মপ্রকাশ করবে এই নয়া মুদ্রা, সে বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

Advertisment

২০ টাকার নতুন কয়েনের পাশাপাশি নতুন রূপে বাজারে পা রাখতে চলেছে ১ ও ২ টাকার কয়েনও। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার নতুন কয়েন আনা হচ্ছে বাজারে।

আরও পড়ুন, পাক এফ ১৬-র একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট, অপরটি আঘাত হানে মিগে

কেমন হবে ২০ টাকার কয়েন?

* ২০ টাকার কয়েন ঠিক বৃত্তাকার হবে না। নতুন ২০ টাকার কয়েনে থাকবে ১২টি ভূজ বা বাহু।

* নতুন কয়েনটির ওজন হবে ৮.৫৪ গ্রাম। বাজারে এই মুহূর্তে যে সমস্ত কয়েন রয়েছে, তার থেকে ভারী হবে ২০ টাকার কয়েন।

আরও পড়ুন, রক্ষা মন্ত্রক থেকে চুরি হয়েছে রাফাল নথি: কেন্দ্র, শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে

* ২০ টাকার কয়েনে থাকবে অশোক স্তম্ভ, আর এর নীচে খোদাই করা থাকবে ‘সত্যমেব জয়তে’। কয়েনের বাঁ দিকের অংশে হিন্দিতে লেখা থাকবে ‘ভারত’। ডান দিকের অংশে ইংরেজিতে লেখা থাকবে ‘ইন্ডিয়া’।

* নতুন কয়েনে টাকার প্রতীকও থাকবে। ১ ও ৫ টাকার কয়েনের মতো এই কয়েনে কোনও প্রান্তভাগ থাকছে না।

* কয়েনটি ২৭ মিমি ব্যাস (ডায়ামিটার) বিশিষ্ট হতে চলেছে।

Read the full story in English

national news
Advertisment