Advertisment

সুপ্রিম নজির, একসঙ্গে ৯ জন বিচারপতি পেল শীর্ষ আদালত

নব নিযুক্ত ৯ জনের মধ্যে রয়েছেন তিন মহিলা বিচারপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
In a first nine new Supreme Court judges take oath today

বিচারপতিদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন দেশের প্রধান বিচারপতি এনভি রামালা।

এক সঙ্গে তিন মহিলা সহ মোট ন'জন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সকালে তাঁদের শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম ন'জন বিচারপতি একসঙ্গে শপথ গ্রহণ করলেন। এর ফলে বর্তমানে দেশের শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা বেড়ে হল ৩৪।

Advertisment

বিগত প্রায় দুই বছর ধরে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ হয়নি। যার প্রভাব পড়ছিল বিচার প্রক্রিয়ায়। কিন্তু গত সপ্তাহে এই ন'জনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য ছাড়পত্র দেয় কলেজিয়াম। এরপরই এ এদিন শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নিলেন ওই ন'জন বিচারপতি।

এই ন'জন বিচারপতির মধ্যে তিন জন মহিলা বিচারপতি। এঁদের মধ্যে বিচারপতি বিভি নাগারাথনা আগামী ২০২৭ সালে দেশের প্রথম প্রধান মহিলা বিচারপতির দায়িত্বে আসবেন। এছাড়া, নবনিযুক্ত বাকি দুই মহিলা বিচারপতি হলেন তেলেঙ্গানার হিমা কোহলি গুজরাতের বেলা এম ত্রিবেদী। বর্তমানে সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল তারে। এই তিন জন ছাড়াও বর্তমানে শীর্ষ আদালতে বিচারপতি হিসাবে কাজ করছেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।

এ দিন শপথ নেওয়া বিচারপতিদের মধ্যে প্রবীণতম হলেন অভয় শ্রীনিবাস ওকা (ছিলেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি)। এছাড়াও, মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন, বিক্রম নাথ (ছিলেন গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি), জিতেন্দ্র কুমার মহেশ্বরী (ছিলেন সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি), সিটি রভিকুমার (ছিলেন কেরল হাইকোর্টের বিচারক) এবং এমএম সুন্দরেশ (আগে ছিলেন কেরল হাইকোর্টের বিচারপতি)।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Supreme Court of India supreme court national news
Advertisment