Advertisment

নৌবাহিনীতে নারী শক্তির দাপট, যুদ্ধ জাহাজের দায়িত্বে মহিলা কমান্ডিং অফিসার

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এই তথ্য জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Agniveers, Agnipath scheme, Agniveer, Navy chief, Navy chief Admiral R Hari Kumar, Chief of Naval Staff"

ভারতীয় নৌবাহিনী নৌবাহিনীর জাহাজের প্রথম মহিলা কমান্ডিং অফিসার নিয়োগ করেছে

নৌবাহিনীতেও এবার নারী শক্তির দাপট। ভারতীয় নৌবাহিনী যুদ্ধ জাহাজের জন্য প্রথম মহিলা কমান্ডিং অফিসার নিয়োগ করেছে। নৌবাহিনী মহিলা কর্মীদের জন্য 'সব ভূমিকা-সমস্ত পদ'-এর দর্শন অনুসরণ করেই এই পদক্ষেপ নিয়েছে বলেই জানিয়েছেন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

Advertisment

নৌবাহিনী দিবসের আগে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় অ্যাডমিরাল কুমার বলেন, 'ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং বিমানগুলি গত এক বছরে জলসীমানা বরাবর তার উচ্চ অপারেশনাল গতি বজায় রেখেছে'। পাশাপাশি ভারত মহাসাগরে চিনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, 'ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলের সমস্ত কার্যকলাপের উপর নজর রেখে চলেছে'।

অ্যাডমিরাল কুমার আরও বলেন, "আমাদের ইউনিটগুলিকে ভারত মহাসাগর অঞ্চলে এবং এর বাইরে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা ও প্রচারের জন্য মিশনে মোতায়েন করা হয়েছিল"। তিনি তার ভাষণে বলেন, 'ভারতীয় নৌবাহিনী নৌবাহিনীর যুদ্ধ জাহাজে প্রথম মহিলা কমান্ডিং অফিসার নিয়োগ করেছে'।

ভারতীয় নৌবাহিনী নৌবাহিনীর জাহাজের প্রথম মহিলা কমান্ডিং অফিসার নিয়োগ করেছে। শুক্রবার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার একথা বলেছেন। তিনি বলেন, ভারতীয় নৌবাহিনীতে এক হাজারেরও বেশি মহিলা অগ্নিনির্বাপক কর্মী নিয়োগ করা হয়েছে।

মহিলা অগ্নিবীরদের মোট শক্তি এখন হাজার ছাড়িয়েছে। একথা উল্লেখ করে তিনি বলেন, 'ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীরদের প্রথম ব্যাচ এই বছরের মার্চ মাসে প্রিমিয়ার নৌ সংস্থা আইএনএস চিল্কা থেকে স্নাতক হয়েছে'৷ এই পরিসংখ্যানগুলি বাহিনীতে মহিলাদের নিয়োগের জন্য 'সব ভূমিকা, সমস্ত পদ' পদ্ধতির আমাদের দর্শনের প্রমাণ’। তিনি আরও বলেন, ভারতীয় নৌসেনা সম্মিলিত ও সমন্বয়ের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ"।

Indian Navy
Advertisment