scorecardresearch

বড় খবর

‘আত্মঘাতী নববিবাহিত দম্পতি’! DGCA আধিকারিকের মৃত্যুর পরই ‘তারাদের দেশে’ পাড়ি স্ত্রী’র

২৪ ঘন্টার মধ্যেই ‘আত্মঘাতী নববিবাহিত দম্পতি’

Delhi Hudco Place,Delhi news,Hudco Place suicide,Suicide case Delhi

চাঞ্চল্যকর ঘটনা!ডিজিসিএ আধিকারিকের আত্মহত্যার ২৪ ঘণ্টার মধ্যে আত্মঘাতী হলেন ওই আধিকারিকের স্ত্রীও। ‘দিল্লির ডিফেন্স কলোনি’ থানা এলাকার এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। স্বামীর মৃত্যুর পর বিষ খেয়ে আত্মঘাতী হলেন ডিজিসিএ আধিকারিকের স্ত্রীও।

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগেই বিয়ে করেন ওই দম্পতি। এদিন সকালে আত্মঘাতী হন ডিজিসিএ আধিকারিক। প্রতিবেশিরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রীও বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন।

প্রতিবেশি আশিস তিওয়ারি জানান বাড়িটি ভিতর থেকে তালাবন্ধ ছিল, পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে,মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সফদরজং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম মনিকা (৩২)।

তদন্তে পুলিশ জানতে পারে যে মৃত মনিকার স্বামী বছর ৩৭-এর অজয় ​​পাল গতকাল রাতে আত্মহত্যা করেছিলেন। তার স্ত্রী মনিকা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মনিকাও বাড়ি ফিরে আত্মঘাতী হন। পুলিশ দুজনের মৃতদেহ সফদরজং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: In a span of hours dgca officer wife die by suicide at defence colony residence