scorecardresearch

আদানি-হিন্ডেনবার্গ বিতর্ক: সুপ্রিম কোর্টের কথামতো প্যানেল গঠনে রাজি কেন্দ্র

মুখবন্ধ খামে আদালতে প্যানেলের সদস্যদের নাম জমা দেওয়া হবে।

Adani

স্টক মার্কেটের নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করার জন্য ডোমেন বিশেষজ্ঞদের একটি প্যানেল গঠনের প্রস্তাবে কেন্দ্রের কোনও আপত্তি নেই। হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে আদানি স্টক রুট সংক্রান্ত আবেদনের শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছে কেন্দ্র। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চকে কেন্দ্র বলেছে যে তারা বৃহত্তর স্বার্থে একটি মুখবন্ধ খামে কমিটির জন্য ডোমেন বিশেষজ্ঞদের নাম এবং তাঁদের ভূমিকা কী হবে, তা জানাতে চায়।

সলিসিটর জেনারেল তুষার মেহতা, কেন্দ্র এবং SEBI-এর পক্ষে উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন যে বাজার নিয়ন্ত্রক এবং অন্যান্য বিধিবদ্ধ সংস্থাগুলো হিন্ডেনবার্গের রিপোর্ট থেকে উদ্ভূত বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। সলিসিটর জেনারেল আরও বলেন, ‘কমিটি গঠনে সরকারের কোনও আপত্তি নেই। তবে, কমিটিকে আমরা পরামর্শ দিতে পারি। আমরা একটি মুখবন্ধ খামে কমিটির সদস্যদের নাম জমা দিতে পারি।’

শুক্রবারই শীর্ষ আদালত নিরীহ বিনিয়োগকারীদের শোষণ এবং আদানি গ্রুপের স্টক মূল্যের ‘কৃত্রিম বিপর্যয়’-এর অভিযোগে দুটি জনস্বার্থ মামলা শুনানির জন্য তালিকাভুক্ত করেছে। তুষার মেহতা আশঙ্কা প্রকাশ করেন যে যে প্যানেল তৈরি নিয়ে যে কোনও ‘অনিচ্ছাকৃত’ বার্তা অর্থের প্রবাহের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন- জৈব থেকে পরমাণু বোমা সন্ত্রাসের আশঙ্কা, রোখার জন্য আচমকা ভারত-মার্কিন মহড়া

গত ১০ ফেব্রুয়ারি, শীর্ষ আদালত বলেছে যে আদানি স্টক রুটের পটভূমিতে বাজারের অস্থিরতার বিরুদ্ধে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা দরকার এবং কেন্দ্রকে নিয়ন্ত্রক প্রক্রিয়া শক্তিশালীকরণের দিকে নজর দেওয়া দরকার। এজন্য একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ডোমেন বিশেষজ্ঞদের একটি প্যানেল গঠন করার কথা বিবেচনা করতে বলেছে আদালত।

বর্তমানে দেশে নিরবিচ্ছিন্ন পুঁজি আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এবং কেন্দ্রের মতামতও চেয়েছিল আদালত। যাতে কীভাবে একটি শক্তিশালী ব্যবস্থা নিশ্চিত করা যায়, তা আদালত জানতে চেয়েছিল।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: In adani hindenburg row centre agrees to sc proposal