Advertisment

ভাঙা হল ঘর, উঠল পাঁচিল, বস্তি উচ্ছেদের আতঙ্কে কাঁপছে মোদীর শহর

পাঁচিল তুলতে ইতিমধ্যেই জোরকদমে কাজ শুরু করেছে আহমেদাবাদ পুরসভা। ৬০০ মিটার এলাকা জুড়ে ভেঙে ফেলা হয়েছে বস্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
ahmedabad

ট্রাম্পের রোড শো-এর জন্য ভেঙে ফেলা হল বস্তি। এক্সপ্রেস ফোটো- জাভেদ রাজা

দু'দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আগেই সাজ সাজ রব আহমেদাবাদে। সেই উপলক্ষেই সর্দার বল্লবভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ অবধি রাস্তার পাশের বস্তি ঢাকতে তৈরি করা প্রাচীর ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। যদিও প্রাচীরের উচ্চতা কম করা হলেও আতঙ্ক ক্রমেই গ্রাস করছে আহমেদাবাদের দেবসরণ বস্তিবাসীকে। পাঁচিল তুলতে ইতিমধ্যেই জোরকদমে কাজ শুরু করেছে আহমেদাবাদ পুরসভা। ৬০০ মিটার এলাকা জুড়ে ভেঙে ফেলা হয়েছে বস্তি।

Advertisment

আরও পড়ুন: মালদহে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, নিহত ৩

সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত থাকা সরকারি জমির উপর তৈরি বস্তিতেই প্রায় পাঁচ শতক ধরে বসবাস করেন সুশীলাবেন সরণিয়া (৪৫)। তিনি বলেন, "পুরসভার সকলে হঠাৎ এসে আমাদের ঘর ভেঙে দিয়ে সেখানে পাঁচিল তুলতে শুরু করেন। এবার কোথায় যাব আমরা? আমাদের কোথায় রাখা হবে কিছুই বুঝতে পারছি না আমরা।" প্রাচীর গড়ার কারণ সম্পর্ক জিজ্ঞেস করলে তিনি বলেন, "আমরা এখানে কেবল জলের সুবিধা চেয়েছিলাম। আমরা এখানে কয়েক দশক ধরে এখানে রয়েছি।"

আরও পড়ুন: ‘পুলকার চালকদের প্রশিক্ষণ দিক পরিবহণ দফতর’, পরামর্শ মন্ত্রীর

একই আতঙ্কের সুর শোনা গেল দেব সরণের বৃদ্ধ দম্পত্তি সর্দারভাই (৯৫) এবং রামুবেন (৬০)-এর গলাতেও। স্মৃতি উসকে তাঁরা বলেন, "এখানে তখন জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না। লোকেরা তখন এখানে আসতে ভয় পেত। ইন্দিরা গান্ধী এই জায়গা আমাদের দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন এখান থেকে আপনাদের কেউ উচ্ছেদ করতে পারবে না।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump PM Narendra Modi
Advertisment