Advertisment

ফের 'টার্গেট কিলিংয়ের' ঘটনা…! রক্তাক্ত উপত্যকা, জঙ্গিদের ছোঁড়া গুলিতে নিহত 'কাশ্মীরি পন্ডিত'

জম্মু ও কাশ্মীর পুলিশ টুইট করে এই তথ্য জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Guess who’s joining a crash course on India? The Taliban from Kabul

তালিবান। ফাইল চিত্র

পুলওয়ামায় ফের এক কাশ্মীরি পন্ডিতকে গুলি করে হত্যার ঘটনা সামনে এসেছে। রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের একজন ব্যক্তিকে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, উপত্যকায় আবারও এক কাশ্মীরি পন্ডিতকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। সন্ত্রাসবাদীরা রবিবার সকালে সঞ্জয় শর্মা নামে একজন সশস্ত্র প্রহরী হিসাবে কর্মরত একজন ব্যক্তির উপর গুলি চালায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Advertisment

জম্মু ও কাশ্মীর পুলিশ টুইট করে এই তথ্য জানিয়েছে। জানা গিয়েছে সঞ্জয় শর্মা তার গ্রামে সশস্ত্র প্রহরী হিসাবে কর্মরত ছিলেন। আধিকারিকরা জানিয়েছেন, পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে চলছে চিরুণি তল্লাশি। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এক ট্যুইট বার্তায় লিখেছেন, "সঞ্জয় পন্ডিতের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত"। আমি দ্ব্যর্থহীনভাবে এই হামলার নিন্দা জানাই এবং তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই,”।

গত বছর জম্মু ও কাশ্মীরে তিনজন কাশ্মীরি পন্ডিত সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ জনকে হত্যা করে জঙ্গিরা। রাজ্যসভায় সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই েই তথ্য জানিয়েছিলেন। রাই বলেন, কাশ্মীরি পন্ডিতদের টার্গেট করা হচ্ছে তাদের নিরাপত্তার উদ্বেগ তুলে ধরা হয়েছে একাধিক গণমাধ্যমে এবং সংখ্যালঘু মানুষজনের জীবন রক্ষার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মসূচী ২০১৫ এর অধীনে, কাশ্মীরি পণ্ডিতদের জন্য ৩হাজার সরকারি চাকরির আওতায় ২৬৩৯ জনকে গত পাঁচ বছরে নিয়োগ করা হয়েছে বলেও রাই জানান।

jammu and kashmir Kashmiri Pandits
Advertisment