Advertisment

অভয়ারণ্য জবরদখল! অবৈধ দখলদারি উচ্ছেদকে কেন্দ্র করে ধুন্ধুমার, গুলিতে মৃত্যু মহিলার

রবিবার গভীর রাতে বুড়া চাপোড়ি অভয়ারণ্যে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Woman shot dead assam, Burha Chapori Wildlife Sanctuary, Clash, Eviction, Forest department staff, Shooting incident, Casualties, Rahima Khatun Forest guards, Anti-encroachment drive, indian express

রবিবার গভীর রাতে বুড়া চাপোড়ি অভয়ারণ্যে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

অবৈধ দখলদারি উচ্ছেদকে কেন্দ্র করে রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় আসামের সোনিতপুরে। বনবিভাগের দাবি বুড়া চাপোড়ি অভয়ারণ্যে বেআইনিভাবে প্রবেশ করেন কয়েকজন। তাদের সঙ্গে বনরক্ষীদের মধ্যে সংঘর্ষে একজন মহিলা সহ সাতজন আহত হন, সোমবার পুলিশ জানিয়েছে। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার।  

Advertisment

রবিবার গভীর রাতে বুড়া চাপোড়ি অভয়ারণ্যে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় কয়েকজন বন কর্মকর্তাও আহত হয়েছেন। জানা গিয়েছে মাত্র কয়েকদিন আগেই উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ, সেখানেই ফের অবৈধ দখলদাররা জমি জবর দখল করার চেষ্টা করে। খবর পেয়েই আধিকারিকরা সেখানে আসেন এবং শুরু হয় খন্ডযুদ্ধ।

স্থানীয় পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দখলদারদের বন কর্মকর্তাদের ওপর ধারালো বস্তু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালায় বন বিভাগের কর্মীরা। অনেকে পালিয়ে গেলেও, তাদের মধ্যে কয়েকজন আহত হয় এবং তাদের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,” নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন বন কর্মকর্তা বলেছেন। ঘটনার পর, ছয়জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা ৩৫ বছর বয়সী মহিলাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় জানা যায়। মৃতের নাম রহিমা খাতুন।

বন কর্মকর্তারা জানিয়েছেন, উচ্ছেদকৃত জমিতে আবারও জবর দখল করার জন্য তারা কুঁড়েঘর নির্মাণ শুরু করেছেন। এই খবর পাওয়া মাত্রই  কর্মকর্তারা সেখানে যান। সেখানে যাওয়া মাত্রই তাদের ওপর হামলার ঘটনা ঘটে। গ্রামবাসীদের অবশ্য দাবি তারা বনের উচ্চভূমিতে আশ্রয় নিচ্ছে কারণ বন্যার কারণে আশেপাশের গ্রামে তাদের বাড়িঘর প্লাবিত হয়েছে। বন বিভাগের দাবি, ফেব্রুয়ারিতে যাদের উচ্ছেদ করা হয়েছিল তারা সেখানে পুনর্বাসনের চেষ্টা করছিল।

Assam
Advertisment