রাজধানী শহরে ফের সামনে এল মর্মান্তিক ঘটনা। দিল্লিতে ফের একবার এক ব্যক্তিকে গাড়ির বোনেটে চাপিয়ে টেনে নিয়ে যাওয়া হল প্রায় তিন কিলোমিটার পথ। গতরাতে অর্থাৎ ৩০শে এপ্রিল রাতে আশ্রম চক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ বনেটে ঝুলে থাকা ব্যক্তিটি গাড়ি থামানোর জন্য বারবার চিৎকার করলেও গাড়ির চালক সেকথা কানে তোলেন নি।
গাড়ির চালক বেপোরোয়া গতিতে ওই ব্যক্তিকে বোনেটে চাপিয়েই রাজপথ ধরে গাড়ি ছোটাতে থাকে। দিল্লি পুলিশ গাড়িটিকে তাড়া করে থামাতে বাধ্য করে। গতকাল রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। গোটা বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম চেতন। পেশায় তিনি চালক। এক যাত্রীকে নামিয়ে ফেরার সময়, রাত ১১ টা নাগাদ ওই গাড়ির চালক তাঁর গাড়িতে ধাক্কা মারে।
আহত ব্যক্তি বলেন, “ঘাতক গাড়িটি আমার গাড়িকে পরপর তিনবার ধাক্কা মারে। এরপরই আমি গাড়ি থেকে নেমে পড়ি এবং ওই গাড়িটির পথ আটকে দাঁড়াই। কিন্তু ওই গাড়ির চালক গাড়ি থামায়নি। সজোরে আমার দিকে এগিয়ে আসে। আমি গাড়ির বনেট ধরে ঝুলে পড়ি। ও অবস্থাতেই গাড়িটি আমাকে নিয়ে বেপোরোয়া গতিতে ছুটতে শুরু করে। আশ্রম চক থেকে নিজামুদ্দিন অবধি টেনে হিচড়ে নিয়ে যায় আমাকে। আমি বারবার গাড়ি থামাতে বলছিলাম কিন্তু ওই চালক গাড়ি থামায়নি। এরপরে পুলিশ ওই গাড়িটিকে দেখতে পায় এবং গাড়িটিকে ধাওয়া করে থামায়, আমাকে উদ্ধার করে।”
উল্টোদিকে অভিযুক্ত গাড়িচালক রামচাঁদ কুমার নির্যাতিতার অভিযোগ মানতে রাজি হননি। অভিযুক্ত গাড়ির চালক বলেছেন যে তাঁর গাড়ি চেতনের গাড়িকে ধাক্কা মারেনি। তা সত্ত্বেও চেতন তার গাড়ির বনেটে ঝাঁপ দেন। তিনি বলেন, “আমি তাকে নামতে বললেও সে শোনেনি। তারপর, আমি আমার গাড়ি থামিয়ে তাকে এমন কাজ করার জানতে চাই”।