/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/traffic-light-1.jpg)
ট্রাফিক সিগন্যালে মহিলাদের ছবি
লিঙ্গ বৈষম্য দূরীকরণে অভিনব প্রয়াস। প্রথমবার ভারতের ট্রাফিক সিগন্যালে জ্বলজ্বল করছে মহিলাদের ছবি। ১২০ কিমি দীর্ঘ দাদার থেকে মাহিম পর্যন্ত রাস্তার রয়েছে ১৩টি বড় মোড়। এই সব মোড়ের ট্রাফিক সিগন্যালেই ফুটে উঠছে মহিলাদের ছবি। নিজেই টুইট করে ছবি শেয়ার করেছেন মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য।
টুইটারে আদিত্য ঠাকরে সিগন্যালের ছবি পোস্ট করে লিখেছেন, 'দাদার দিয়ে যাওয়ার সময় আপনি গর্বিত হবেন। সহজ ভাবনা দিয়ে বৃহন্মুম্বই পুরসভা লিঙ্গ বৈষম্য দূরীকরণে অভিনব উদ্যোগ নিয়েছে। এখন থেকে ট্রাফিক সিগন্যালে মহিলাদের ছবি ফুটে উঠছে।'
বৃহন্মুম্বই পুরসভার 'কালচার স্প্যান' প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে মাহিম পর্যন্ত ফুটপাত উন্নয়ন, বাগান রক্ষাণাবেক্ষণ এই প্রকল্পের আওতাধীন। 'কালচার স্প্যান' প্রকল্প মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী আদিত্য ঠাকরের মস্তিষ্ক প্রসূত। মূলত এর মাধ্যমে ক্যাডেল রোডকে উন্নত করা, পথচারীদের সুবিধা দেখা হয়। এই রাস্তাতেই একটি গির্জা, সিদ্ধিবিনায়ক মন্দির, চৈত্যভূমি এবং মহিম দরগা রয়েছে।
লিঙ্গ সমানাধিকারের বার্তা দিতে জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে ট্রাফিক সিগন্যালে মহিলাদের ছবি ফুটে ওঠে। কিন্তু, ভারতে মহারাষ্ট্রেই এই ধরনের উদ্যোগ প্রথম।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন