গত এক বছরে কমেছে রোজগার, আয়কর রিটার্নে দেখাল বিজেপি

বিজেপি-র আয় এক অর্থ বর্ষে ১০৩৪.২৭ কোটি টাকা থেকে কমে ১০২৭.৩৪ কোটিতে এসেছে। ৬টি দলের মোট আয় ১১৯৮.৭৬ কোটি টাকা। এর মধ্যে ৮৬ শতাংশ আয়ই বিজেপি-র। 

বিজেপি-র আয় এক অর্থ বর্ষে ১০৩৪.২৭ কোটি টাকা থেকে কমে ১০২৭.৩৪ কোটিতে এসেছে। ৬টি দলের মোট আয় ১১৯৮.৭৬ কোটি টাকা। এর মধ্যে ৮৬ শতাংশ আয়ই বিজেপি-র। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গ্রাফিক্স- ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশের সাতটি জাতীয় রাজনৈতিক দলের পাঁচটিরই নাকি বার্ষিক আয় কমে গিয়েছে ২০১৭-১৮ অর্থ বর্ষে। কংগ্রেস ছাড়া বাকি সব জাতীয় দল আয়কর দফতরকে তাদের আয়ের হিসাব জানিয়েছে ইতিমধ্যেই। দলের তরফ থেকে দেওয়া হিসাব বলছে  একমাত্র সিপিএম-এর বার্ষিক আয় বেড়েছে। রাজনৈতিক দলগুলির বার্ষিক আয় সংক্রান্ত তথ্য জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর।

Advertisment

বিএসপি-র আয় নাকি ১৭৩.৫৮ কোটি টাকা থেকে এক লাফে দুই তৃতীয়াংশ কমে এসে দাঁড়িয়েছে ৫১.৬৯ কোটি টাকা। এনসিপি-র আয় ১৭.২৩ কোটি থেকে কমে প্রায় অর্ধেক হয়েছে। তাদের বার্ষিক আয় হয়েছে ৮.১৫ কোটি টাকা। বিজেপি-র আয় অবশ্য তেমন চোখে পড়ার মতো কমেনি। ১০৩৪.২৭ কোটি টাকা থেকে কমে ১০২৭.৩৪ কোটিতে এসেছে। ৬টি দলের মোট আয় ১১৯৮.৭৬ কোটি টাকা। এর মধ্যে ৮৬ শতাংশ আয়ই বিজেপি-র।

publive-image

বিজেপি জানিয়েছে তাদের আয়ের ৭৪ শতাংশ খরচ করে ফেলেছে তারা। বিএসপি খরচ করেছে ২৯ শতাংশ। এনসিপি জানিয়েছে তারা খরচ করেছে আয়ের চেয়ে বেশি, ৮.৮৪ কোটি টাকা।

Advertisment

৬টি দলের মোট আয়ের ৮৬ শতাংশ এসেছে অনুদানের মাধ্যমে। ব্যক্তিগত এবং সমষ্ঠিগত অনুদান, নির্বাচনী বন্ড, জনসভা, বৈঠকের অনুদান ইত্যাদি সবই পড়ছে এর মধ্যে। বিজেপি ঘোষণা করেছে তাদের মোট আয়ের ২১০ কোটি টাকা এসছে নির্বাচনী বন্ডের মাধ্যমে।

Read the full story in English