Advertisment

জাফরাবাদে রাস্তা আটকে সিএএ প্রতিবাদ, বন্ধ মেট্রো স্টেশন

হাতে তেরঙ্গা, মুখে 'আজাদি' স্লোগান। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার আন্দোলন শুরু হয়েছে দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন এলাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এবার জাফরাবাদে সিএএ বিরোদী বিক্ষোভ।

হাতে তেরঙ্গা, মুখে 'আজাদি' স্লোগান। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার আন্দোলন শুরু হয়েছে দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন এলাকায়। কয়েকশ মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছেন। এদের মধ্যে বেশিরভাগই মহিলা। সিএএ প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা উত্তেজনা তৈরি হয়েছে দিল্লিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। রবিবার সকালে পরিস্থিতি জটিল হওয়ার ফলে জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। কোনও ট্রেন সেখানে দাঁড়াবে না বলেও ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisment

বিক্ষোভ আন্দোলনের ফলে বন্ধ হয়ে গিয়েছে সিলামপুর থেকে মৌজপুর ও যমুনা বিহার সংযোগকারী ৬৬ নম্বর রাস্তা। শনিবার রাত থেকে জাফরাবাদে সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। যা রবিবার সকালে আরও তীব্র হয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে হুঁশিয়া দিয়েছেন আন্দোলনকারী এক মহিলা। সংবাদ সংস্থা পিটিআই-কে সমাজকর্মী ফাহিম বেগ বলেন, 'সরকার যেভাবে বিষয়টি পরিচালনা করছে তার বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে।' তবে স্থানীয় আলেম শামীম আহমেদ রাস্তা বন্ধ করে আন্দোলন থেকে বিরত থাকার জন্য জাফরাবাদের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে আচমকা কয়েকশ মহিলা এসে জড়ো হন। তাঁদের মাথায় নো এনআরসি’ লেখা টুপি, হাতে জাতীয় পতাকা ও মুখে 'আজাদি'র স্লোগান ছিল। বেশ কিছুক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি বিরোধী স্লোগান দেওয়ার পর সেখানে অবস্থানে বসে পড়েন। ফলে অবরুদ্ধ হয়ে য়ায় ওই এলাকা। রবিবার সকালে বিক্ষোভ সিলামপুরা রোড ও কারদমপুরি পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ‘কেউ মরতে এলে কীভাবে বাঁচানো যায়?’ সিএএ প্রতিবাদ প্রসঙ্গে প্রশ্ন যোগীর

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলে শাহিনবাগের পরিস্থিতিতে কিছুটা বদল এসেছে। আন্দোলনের অধিকারকে স্বীকৃতি দিলেও মানুষের অসুবিধা দূর করতে মধ্যস্থতাকারীদের শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরই জামিয়া থেকে উত্তরপ্রদেশের নয়ডা ও হরিয়ানার ফরিদাবাদগামী রাস্তা থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছেন আন্দোলনকারীরা। তার মাঝেই ফের রাস্তা বন্ধ করে জাফরাবাদে শুরু হল সিএএ বিরোধী আন্দোলন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

delhi caa
Advertisment