Advertisment

সরকারি অনুষ্ঠানেই জাতীয় সঙ্গীতের অবমাননা, ইচ্ছাকৃত অসম্মানের জন্য জম্মু-কাশ্মীরে আটক ১১

জাতীয় সংগীত চলাকালীন বেশ কয়েকজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান নি বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
rising up during national anthem, 11 jailed in JK, J&K Lt Governor Manoj Sinha, national anthem, Srinagar, Manoj Sinha, Indian Express, India news, current affairs"

জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে জম্মু-কাশ্মীরে আটক ১১। সেই সঙ্গে শুরু হয়েছে পুলিশের মিউজিক ব্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৫শে জুন জম্মু ও কাশ্মীর পুলিশ আয়োজিত প্যাডেল ফর পিস সাইক্লিং ইভেন্টের সমাপ্তি উপলক্ষ্যে জাতীয় সঙ্গীত চলাকালীন বেশ কয়েকজন উঠে দাঁড়ান নি বলে পুলিশের অভিযোগ। জম্মু ও কাশ্মীর প্রশাসন এই জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

Advertisment

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার উপস্থিতিতে জাতীয় সঙ্গীত বাজানোর সময় উঠে না দাঁড়ানোর জন্য ১১ জন গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত বাজানোর আগে সকলের অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় পুলিশ মিউজিক ব্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। ২৫ জুন শ্রীনগরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধিকারিকদের মতে, ২৫শে জুন জম্মু ও কাশ্মীর পুলিশ আয়োজিত প্যাডেল ফর পিস সাইক্লিং ইভেন্টের সমাপ্তি উপলক্ষে জাতীয় সংগীত চলাকালীন বেশ কয়েকজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান নি। তাদের মধ্যে ১১ জনকে আটক করা হয়েছে।

পুলিশের একটি সূত্র আগে জানিয়েছিল জাতীয় সঙ্গীতের অসম্মান করার জন্য ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে সেই সঙ্গে বেশ কিছু পুলিশ কর্মীকে এই ঘটনায় সাসপেন্ড করা হয়। হপরে, শ্রীনগর পুলিশ একটি টুইট বার্তায় জানিয়েছেন, এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিআরপিসির ১০৭ এবং ১৫১ ধারায় ১১ জনকে আটক করা হয়েছে। যাদের বয়স ২১ থেকে ৫৪-এর মধ্যে।

পুলিশের একটি সূত্রে জানিয়েছে, এল-জি-র উপস্থিতিতে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, তখন দর্শকদের মধ্যে কিছু মানুষ উঠে দাঁড়ায়নি। পুলিশ কয়েকজনকে শনাক্ত করে আটক করেছে। বুধবার এবিষয়ে যোগাযোগ করা হলে, শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট কোন সাড়া দেন নি। কাশ্মীরের ADGP বিজয় কুমার বলেছেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখে তারপর মন্তব্য করবেন। ধৃত ১১ জনের মধ্যে একজনের পরিবার জানিয়েছে, "পরিবারের সদস্যরা কথা বলতে দ্বিধা বোধ করছে কারণ তারা ভয় পাচ্ছে হেফাজতে থাকা ব্যক্তিদের এতে ক্ষতি হবে।"

jammu and kashmir
Advertisment