Advertisment

Bilkis Bano Case: আত্মসমর্পণের পরও জেলের বাইরে বিলকিস গণধর্ষণ মামলার আসামি, বহাল তবিয়তে ঘুরছেন নিজের গ্রামে

আত্মসমর্পণের ১৫ দিনের মাথায় জেলের বাইরে বিলকিস গণধর্ষণ মামলার আসামি, প্রদীপ মোধিয়া

author-image
IE Bangla Web Desk
New Update
In-law dead, Bilkis case convict gets parole weeks after he surrenders in jail

বুধবার প্রদীপ মোধিয়াকে তার গ্রাম রণধিকপুরে দোষী সাব্যস্ত করা হয়। (এক্সপ্রেস ছবি)

আত্মসমর্পণের ১৫ দিনের মাথায় জেল থেকে বেরিয়ে এলেন বিলকিস বানো গণধর্ষণ মামলার এক আসামি।বিলকিস বানো মামলায় ১১ আসামিকে সুপ্রিম নির্দেশে জেলে আত্মসমর্পন করতে হয়। আসামীদের মধ্যে একজন প্রদীপ মোধিয়া গুজরাট হাইকোর্ট থেকে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি চেয়েছিলেন। যদিও আদালত তাকে ৫ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে।

Advertisment

বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ আসামির মধ্যে একজন আত্মসমর্পণের ১৫ দিন পরে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি), মামলার অন্যতম আসামি প্রদীপ মোধিয়া তার শ্বশুরের মৃত্যুর কারণে গুজরাট হাইকোর্টের দেওয়া পাঁচ দিনের প্যারোলে জেল থেকে বেরিয়ে এসে দাহোদ জেলার তার নিজ গ্রাম রাধিকাপুরে ফেরেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে, ২১ জানুয়ারি ১১ জন সকলেই গোধরা সাব-জেলে আত্মসমর্পণ করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আদালত মোধিয়াকে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারোলের অনুমতি দেয়। ৩১ জানুয়ারি মোধিয়ার দায়ের করা আবেদনে বলা হয়েছিল যে তার শ্বশুরের মৃত্যুর কারণে তাকে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া উচিত। যদিও আদালত তাকে ৫ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেয়।

দাহোদের লিমখেদা এসপি বিশাখা জৈন বলেছেন, “হাইকোর্ট দোষী মোধিয়াকে প্যারোলে মঞ্জুর করেছে এবং সে পাঁচ দিনের জন্য তার গ্রামে ফিরেছে। প্যারোলের শর্ত অনুযায়ী তাকে থানায় রিপোর্ট করতে হবে না। প্যারোলের সময় জেলা পুলিশের কোনো ভূমিকা নেই। আশা করছি তিনি নিজে থেকেই জেলে ফিরবেন।

Bilkis Bano
Advertisment