'বর্তমানে যুবসম্প্রদায় অরজকতা, স্বজনপোষণ ও সরকারের অস্থায়িত্ব পছন্দ করে না।' বছরের শেষ 'মন কি বাতে' এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দাবির মাধ্যমে গেরুয়া দলের পোস্টার বয় ঘুরিয়ে বিরোধী শিবিরকেই নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে।
দেশজুড়ে চলছে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন। বিক্ষোভ থেকে হিংসাও ছড়িয়ে পড়েছে। আবার, পুলিশ বিক্ষোভ থামাতে বিশ্ববিদ্যালয় ঢুকে দমনপীড়ন চালিয়েছে বলেও অভিযোগ। সিএএ প্রতিবাদ করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোও। তাদের মদতেই প্রতিবাদ আন্দোলন হিংসাত্মক হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। বিরোধী শিবির ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি কী হতে পারে, 'মন কি বাতে' যুব সম্প্রদায়কে তারই আভাস দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
কী বলেছেন প্রধানমন্ত্রী মোদী?
বছরের শেষ 'মন কি বাতে' সাম্প্রতিক নানা বিষয়ে নিজের মতামত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য সংসদের সাফল্য, যুব সমপ্রদায়ের ইচ্ছা-অনিচ্ছা, গ্রমীণ স্বাস্থ্য ব্যবস্থা, মেক ইন ইন্ডিয়া। এদিন মোদী বলেন, 'বর্তমানে যুবসম্প্রদায় অরজকতা, স্বজনপোষণ ও সরকারের অস্থায়িত্ব পছন্দ করে না।' এপ্রসঙ্গে তাঁর সংযোজন, 'আগামী দশকে এই যুব সম্প্রদায়ই দেশের চালিকাশক্তি হয়ে উঠবে। ঘটে চলা নানা বিষয়ে তাদের মতামত রয়েছে। যা আমি খুবই পছন্দ করি।'
পশ্চিম বিহারের চম্পারণ জেলায় কে আর হাইস্কুলের প্রাক্তনীরা কী ভাবে কোনও সরকারি উদ্যোগ ছাড়াই একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন চালাচ্ছেন, এদিনের 'মন কি বাতে' তার উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, 'সংকল্প ৯৫' নামের এই উদ্যোগে চম্পারণের কয়েক হাজার মানুষ উপকৃত। যুব সম্প্রদায়কে এধরণের উদ্যোগ গ্রহণের আবেদন করেন মোদী। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের প্রাক্তনী বৈঠকের উপর জোর দেন তিনি।
আরও পড়ুন: অমিত শাহের ‘ফোন ট্যাপ’ করে টাকা চাওয়ার অভিযোগ, গ্রেফতার ২
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিকে মাথায় রেখে স্বদেশী দ্রব্য ও শষ্য কেনার জন্য দেশবাসীকে জোর দেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিগত ৬০ বছরের সব রেকর্ড ভেঙে গত ৬ মাসে সংসদে উল্লেখযোগ্য কাজ হয়েছে বলে দাবি করেন প্রদানমন্ত্রী মোদী। এদিন তা সাফল্য আকারে তুলে ধরেন তিনি।
উপত্যকার যুব সম্প্রদায়ের স্কিল ডেভালপমেন্টের জন্য কেন্দ্রীয় প্রকল্প হিমায়েত মিশনের কথা বলেন মোদী। বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ ভারত। সেই বৈশিষ্ট তুলে ধরার জন্য মকর সংক্রান্তি, লহরি, পোঙ্গাল, মাঘবিহু উৎসবের উল্লেখ ছিল মোদীর এদিনের 'মন কি বাতে'।
Read the full story in English