প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার (৩০ জুলাই) মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। এটি মন কি বাতের ১০৩তম পর্ব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার (৩০ জুলাই) মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। এটি মন কি বাত প্রোগ্রামের ১০৩তম পর্ব। আজকের কর্মসূচিতে প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। দেশবাসীর অসাধারণ চেতনার প্রশংসা করে, প্রধানমন্ত্রী মোদী জল সংরক্ষণের কথাও বলেছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘গত কয়েকদিন দেশ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকেছে। যমুনার মতো অনেক নদীতে বন্যার কারণে অনেক জায়গায় মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। একসঙ্গে আমরা সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করেছি। প্রধানমন্ত্রী বলেন, ‘সকলের কল্যাণই ভারতের চেতনা ও শক্তি’।
আমাদের উৎসব আমাদের গতিশীল করে তোলে - প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে বলেন, ভারতের তীর্থস্থানগুলির গুরুত্ব বেড়েছে এবং সারা বিশ্ব থেকে লোকেরা এগুলি দেখতে আসছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের উৎসব, আমাদের ঐতিহ্যকে আরও গতিশীল করে।
প্রধানমন্ত্রী বলেন, আমি জানতে পেরেছি যে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে দুই বন্ধু অমরনাথ যাত্রায় এসেছেন।
ইউপিতে ৩০ কোটি চারা রোপণের রেকর্ড - প্রধানমন্ত্রী মোদী
মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশে বৃক্ষরোপণের রেকর্ড নিয়ে আলোচনা করেন। মোদী বলেছিলেন যে উত্তরপ্রদেশ সরকার একদিনে ৩০ কোটি চারা রোপণ করে রেকর্ড তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘জনগণের অংশগ্রহণ ছাড়া এ ধরনের অনুষ্ঠান সফল হতে পারে না।
আমেরিকা থেকে পাওয়া নিদর্শন উল্লেখ করা হয়েছে
মোদী আরও বলেন, কয়েক দিন আগে, সোশ্যাল মিডিয়ায় একটি দুর্দান্ত ক্রেজ দেখা গিয়েছিল। আমেরিকা আমাদের কিছু দুর্লভ নিদর্শন ফিরিয়ে দিয়েছে। এই খবর সামনে আসার পর এসব নিদর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়। এসব নিদর্শন নিয়ে তরুণদের মধ্যে গর্ববোধ লক্ষ্য করা গিয়েছে। ভারতে ফিরে আসা এই নিদর্শনগুলি ২৫০০ বছরের পুরনো৷ এই নিদর্শনগুলি ফেরত দেওয়ার জন্য আমেরিকাকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
পুরুষ সঙ্গী ছাড়াই ৪ হাজার নারী হজ পালন করেছেন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি সেই সব মুসলিম নারীদের কাছ থেকেও বিপুল সংখ্যক চিঠি পেয়েছি যারা সম্প্রতি 'হজ' শেষ করে ফিরেছেন। এই মহিলারা কোন পুরুষ সঙ্গী ছাড়াই 'হজ'যাত্রা করেছেন। এই সংখ্যা ৪০০০-এর বেশি।