প্রথমবারের জন্য জেট এয়ারওয়েজের মালিক নরেশ গোয়েলের বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগে মামলা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর ট্র্যাভেল এজেন্সির অভিযোগের ভিত্তিতে উড়ান সংস্থাটির বিরুদ্ধে এমআরএ মার্গ থানায় মুম্বাই পুলিশ একটি এফআইআরও গ্রহণ করেছে।
আরও পড়ুন: ভারতে বাড়ছে করোনা, বিদেশি যাত্রীদের উপর কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের
সূত্র জানিয়েছে বৈদেশিক মুদ্রা নীতি লঙ্ঘন তদন্তে এই তহবিল তছরূপের বিষয়টি প্রকাশ করা হয়েছিল। তবে প্রামাণ্য নথির অভাবে মামলা দায়ের করার মতো অবস্থানে ছিল না ইডি। ডিরেক্টরেটের তরফে অভিযোগ করা হয়েছে যে জেট উড়ান সংস্থাটি বিদেশি সংস্থাগুলির সঙ্গে এমন কিছু বিমান লিজ চুক্তি সম্পন্ন করেছে যেখানে সংস্থাগুলির অর্থ গোয়েলের কাছে 'ঘুরপথে পৌঁছেছে' বলে অভিযোগ করা হয়েছে ইডির তরফে।
আরও পড়ুন: ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয়নি, সংসদে জানাল সরকার
প্রসঙ্গত, ২০১৯ সালে মে মাসে এতিহাদ বিমানসংস্থার এবং জেট বিমানসংস্থার মধ্যে যে বিনিয়োগ এবং লেনদেন চলেছে তা নিয়েই তদন্ত শুরু করেছিল ইডি। ২০১৪ সালে জেপিপিএল চুক্তির মাধ্যমে এফডিআই-এর নীতি লঙ্ঘন করেছে কি না এতিহাদ বিমানসংস্থাটি তা এখন খতিয়ে দেখছে ইডি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন