দলিত সমাজকর্মীকে মারধর, প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। গোয়ালিয়রের পানিহার গ্রামের বাসিন্দা ওই আরটিআই কর্মীকে বেধড়ক মারধর করে পাশবিক অত্যাচারের অভিযোগে থানায় এফআইআর দায়ের করেছেন তাঁর স্ত্রী।
জানা গিয়েছে, শশীকান্ত যাটভ নামে ৩৩ বছরের যুবককে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধেয় একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। তিনি গ্রাম পঞ্চায়েতের কিছু বিষয়ে আরটিআই করে তথ্য জানতে চেয়েছিলেন। স্ত্রী রেণু যাটভ পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামীকে জোর করে প্রস্রাব খাওয়ানো হয়েছে।
থানার আধিকারিক প্রবীণ শর্মা জানিয়েছেন, ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও পাঁচজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযোগপত্রে রেণু বলেছেন, পঞ্চায়েত প্রধান আশা কৌরব এবং তাঁর সঙ্গী সঞ্জয় কৌরব, ধামু, ভুরা, গৌতম, বিবেক শর্মা এবং সরনাম সিং তাঁর স্বামীকে নিগ্রহ করে।
আরও পড়ুন নিস্তার নেই, ভারতে আছড়ে পড়বে করোনার চতুর্থ ঢেউ, কবে?
এই ঘটনা জানাজানি হতেই বহুজন সমাজ পার্টির বেশ কিছু কর্মী-সমর্থক পানিহার থানার বাইরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করতে হবে অভিযুক্তদের বিরুদ্ধে।