করোনায় লকডাউন পরিস্থিতিতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে চালু করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। আগামী ১০ দিনে কমপক্ষে ৩৬ লক্ষ পরিযায়ী শ্রমিক এই ট্রেনে করে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেবেন, শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে একথা জানালেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান বিনোদ কুমার যাদব।
এদিন সাংবাদিক বৈঠকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান আরও জানিয়েছেন, গত ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে করে এখনও পর্যন্ত ৪০ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক নিজেদের বাড়িতে ফিরেছেন। উত্তরপ্রদেশ ও বিহারের পরিযায়ী শ্রমিকদের জন্য় প্রায় ৮০ শতাংশ ট্রেনের ব্য়বস্থা করা হয়েছে। শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য় কেন্দ্র ৮৫ শতাংশ খরচ করছে, রাজ্য়গুলো দিচ্ছে ১৫ শতাংশ টাকা।
আরও পড়ুন: অগাস্টের আগেই দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু, জানালেন মন্ত্রী
বিনোদ কুমার যাদব আরও জানিয়েছেন, ''গত ৪ দিনে রোজ ২৬০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। রোজ ৩ লক্ষ যাত্রী বহন করা হচ্ছে। দেশজুড়ে হাজার টিকিট কাউন্টার খোলা হয়েছে। আরও খোলা হবে''।
আরও পড়ুন: আমফানে লন্ডভন্ড বাংলা, ২৬ মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধের আর্জি মমতার
অন্য়দিকে, পশ্চিমবঙ্গে শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধের আর্জি প্রসঙ্গে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ''ঘূর্ণিঝড় পরিস্থিতির জন্য় কয়েকদিন শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ রাখার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব''।
উল্লেখ্য়, করোনায় লকডাউন পরিস্থিতিতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য় গত ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়। রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান জানিয়েছেন, যতদিন পরিযায়ী শ্রমিকদের জন্য় এই পরিষেবার প্রয়োজন লাগবে, ততদিন চলবে শ্রমিক স্পেশাল ট্রেন। এই ট্রেনে যাত্রীদের নিখরচায় পানীয় জল, খাবার দেওয়া হচ্ছে। একইসঙ্গে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখার মতো প্রোটোকলও মেনে চলা হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন