সিনিয়রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মহিলা বিচারপতির। খোলা চিঠিতে নিজের সেই হাড়হিম অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে। চিঠিতে তিনি লিখেছেন, 'আমি একটি জীবন্ত লাশ, আমাকে মরতে দিন'! রাতারাতি মহিলা বিচারপতির সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
উত্তরপ্রদেশের মহিলা বিচারপতির চিঠি নিয়ে ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট। মহিলা বিচারপতি সিজেআই চন্দ্রচূড়কে একটি চিঠিতে অনুরোধ করেছেন যে তাকে ইচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক। চিঠিতে বলা হয়েছে, একজন জেলা জজ তাকে যৌন হয়রানি করেছেন। মহিলা বিচাপতির অভিযোগ, বারাবাঙ্কিতে পোস্টিং চলাকালীন জেলা জজ তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছিলেন। তিনি ওই মহিলা বিচারপতিকে রাতে দেখা করতে বলে। মহিলা বিচারপতি আরও বলেছেন যে তিনি এই বিষয়ে একাধিকবার অভিযোগ করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তার অভিযোগের কোনও শুনানি হয়নি। এতে হতাশ হয়ে তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন।
উত্তরপ্রদেশের বান্দার মহিলা বিচারপতির ভাইরাল চিঠির কড়া ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট। বান্দার মহিলা বিচারপতির চিঠিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে এবং সিজেআই ডিওয়াই চন্দ্রচূড় এলাহাবাদ হাইকোর্ট থেকে এই বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে। আসলে, বান্দা জেলার মহিলা সিভিল জজ ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে ইচ্ছামৃত্যু চেয়ে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি জেলা জজের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগও করেছেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল অতুল এম কুর্হেকারকে এলাহাবাদ হাইকোর্টের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠান। মহিলা বিচারপতির দেওয়া সমস্ত অভিযোগের তথ্য চেয়ে এলাহাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি লিখেছেন এসজি। মহিলা বিচারপতির চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সুপ্রিম কোর্ট এই পদক্ষেপ নিয়েছে।
উত্তরপ্রদেশের মহিলা বিচারক সিজেআই চন্দ্রচূড়কে একটি চিঠিতে অনুরোধ করেছেন যে তাকে ইচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক। চিঠিতে বলা হয়েছে, একজন জেলা জজ তাকে যৌন হয়রানি করেছেন। মহিলা বিচারকের অভিযোগ, বারাবাঙ্কিতে পোস্টিং চলাকালীন জেলা বিচারক তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছিলেন।
ঘড়িবাবুর অজানা গল্প : < Premium: বছরের পর বছর কলকাতার সময় রক্ষা করে যাচ্ছেন ঘড়িবাবু >
দেশের প্রধান বিচারপতির কাছে এক নারী বিচারপতির লেখা খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। চিঠিতে, তিনি ছয় মাস আগে তার আগের তার সিনিয়র বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। দুই পৃষ্ঠার চিঠিতে তিনি লিখেছেন, সুষ্ঠু তদন্তের কোনো আশা নেই বলেই তিনি ইচ্ছামৃত্যু চেয়েছেন। তিনি বলেছেন, “আমি শুধু সুষ্ঠু তদন্ত চেয়েছি। তিনি দাবি করেছেন যে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু চেষ্টা সফল হয়নি। তিনি আরও লিখেছেন, 'আমার আর বাঁচার ইচ্ছা নেই। গত দেড় বছরে আমি জীবন্ত লাশে পরিণত হয়েছি'।