scorecardresearch

২০ লক্ষ কোটি প্যাকেজের তৃতীয় কিস্তি: কৃষিতে ১ লক্ষ কোটি বরাদ্দ, কৃষিজ পণ্য বিক্রিতে নয়া আইন

‘কৃষিজাত পণ্য়ের বিক্রিতে নয়া আইন আনা হচ্ছে। যে কোনও জায়গায় কৃষকরা পণ্য় বিক্রি করতে পারবেন। এর ফলে আন্তঃরাজ্য় পণ্য় পরিবহণে বাধা থাকবে না”।

Nirmala Sitharaman, নির্মলা সীতারমন
নির্মলা সীতারমন।

২০ লক্ষ কোটির আর্থিক প্য়াকেজের তৃতীয় ধাপে কৃষি, দুগ্ধ শিল্প,পশুপালন, মৎস্যক্ষেত্রের জন্য় একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কৃষিক্ষেত্রে উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য় অত্য়াবশকীয় পণ্য় আইন সংশোধনী করার কথা বলেছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে কৃষিজাত পণ্য় বিক্রিতে নতুন আইন প্রণয়নের কথা বলেছেন সীতারমন। পাশাপাশি, দুগ্ধ শিল্প, মৎস্যক্ষেত্রের জন্য় বিশেষ আর্থিক প্য়াকেজের ঘোষণা করেছেন সীতারমন।

২০ লক্ষ কোটির আর্থিক প্য়াকেজের তৃতীয় ধাপে কী কী ঘোষণা করলেন সীতারমন? একনজরে জেনে নিন…

কৃষিক্ষেত্রে ঘোষণা
*কৃষিক্ষেত্রে উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ
*কৃষিজ পণ্য বিক্রিতে নয়া আইন
*কৃষকদের স্বার্থে অত্যাবশকীয় পণ্য আইনে সংশোধন
*পচনশীল পণ্য পরিবহণে ৫০ শতাংশ ভর্তুকি
*হিমঘরে শস্য মজুতেও ৫০ শতাংশ ভর্তুকি
* গত ২ মাসে কৃষকদের ১৮,৭০০ কোটি টাকা ট্রান্সফার
*ভেষজ চাষে বরাদ্দ ৪ হাজার কোটি টাকা


অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

এদিন সীতারমন বলেন, ”কৃষিজাত পণ্য়ের বিক্রিতে নয়া আইন আনা হচ্ছে। যে কোনও জায়গায় কৃষকরা পণ্য় বিক্রি করতে পারবেন। এর ফলে আন্তঃরাজ্য় পণ্য় পরিবহণে বাধা থাকবে না”।

আরও পড়ুন: FM Nirmala Sitharaman Press Conference Live Updates: কৃষিজ পণ্য় বিক্রিতে নয়া আইন, অত্য়াবশকীয় পণ্য় আইন সংশোধন: সীতারমন

মৌমাছি চাষিদের ঘোষণা

*মৌমাছি পালনে ৫০০ কোটির বিশেষ তহবিল। উপকৃত হবেন ২ লক্ষ মৌমাছি পালক

অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

পশুপালনে ঘোষণা
*রোগ নিরাময়ে ৫৩ কোটি পশুর টীকাকরণ করা হবে।
*১০০ শতাংশ গবাদি পশুর টীকাকরণ
*এজন্য খরচ হবে ১৩,৩৪৩ কোটি টাকা

অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

দুগ্ধ শিল্পে ঘোষণা

*দুগ্ধ শিল্পের উন্নয়নে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ।

অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

মৎস্যক্ষেত্রে ঘোষণা
*মৎস্যজীবীদের জন্য ২০ হাজার কোটি টাকার প্যাকেজ

অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ঘোষণা

অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

*ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ
* বিভিন্ন রাজ্যে ক্লাস্টার

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: In third tranche relief for agriculture and allied activities fm nirmala sitharaman announcements