Advertisment

মিউকরমাইকোসিসের পর এবার Nasal aspergillosis! ফের নয়া ছত্রাক হানা রোগীর দেহে

কোভিড আক্রান্ত অবস্থায় কিংবা করোনা মুক্ত হয়েও এই ছত্রাকঘটিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

candida auris থেকেই এই রোগ হচ্ছে একাধিক রোগীর

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মাঝে যেভাবে মিউকরমাইকোসিসের দাপট বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে চিন্তায় দেশের চিকিৎসকেরা। কোভিড আক্রান্ত অবস্থায় কিংবা করোনা মুক্ত হয়েও এই ছত্রাকঘটিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। চিকিৎসা চললেও কোনও কোনও সময় তা প্রাণঘাতী হচ্ছে। সেই আবহে এবার হানা দিল আরেক ছত্রাক নাম- 'অ্যাসপারজিলোসিস' (Aspergillosis)।

Advertisment

কোভিড মুক্ত হলেও ছত্রাক মুক্ত হতে পারছে না করোনা আক্রান্ত একাধিক রোগী। এরই মধ্যে ভাদোদরার একটি হাসপাতালে ৮ জন রোগীর দেহে অ্যাসপারজিলোসিস সংক্রমণ দেখা গেছে। হাসপাতালটিতে Candida auris নামের ছত্রাকে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন কোভিড রোগী।

আরও পড়ুন, ১৫ জুন পর্যন্ত রাজ্যে বাড়ল কোভিড বিধিনিষেধ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শহর ও জেলা প্রশাসনের কোভিড -১৯-এর উপদেষ্টা ডাঃ শীতল মিস্ত্রি বলেন, "পালমোনারি অ্যাসপারজিলোসিস সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন রোগীদের দেহে দেখা যায়। কোভিডে এমনিতেই রোগীর দেহে প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই আক্রান্ত হচ্ছেন অনেকে। তবে এই রোগ মিউকরমাইকোসিসের মত মারাত্মক নয়।"

তিনি এও বলেন, "ছত্রাক বেশি বৃদ্ধি পায় যেখানে গ্লুকোজের আধিক্য বেশি থাকে। তাই ডায়াবেটিক রোগীদের দেহে সহজেই হানা দিতে পারে। ঝুঁকি তাঁদেরই বেশি। যাঁদের লিম্ফোপেনিয়া আছে অর্থাৎ রক্তে শ্বেতরক্তকণিকা (যারা দেহে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে) কম আছে তাঁরাও ঝুঁকিতে রয়েছেন।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mucormycosis
Advertisment